আমাদের কথা খুঁজে নিন

   

একবিংশ শতাব্দির ঐক্য (উৎসর্গ : জ্বীনের বাদশাহ)

দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি

সাম্প্রতিক লেবানন যুদ্ধের বিরুদ্ধে অনেকে অনেক ভাবে প্রতিবাদ জানিয়েছেন, এবং কেউ কেউ তাদের ধারণা অনুযায়ি সমাধান দেয়ার চেষ্টাও করেছেন। এর মাঝে avbwmuwo, mvBd fyBqv ও Iqvjx র পোস্ট উল্লেখযোগ্য। প্রথমোক্ত দুজন ইসলামি ঐক্য'র ডাক দিয়েছেন, আর ওয়ালী এক ধাপ এগিয়ে ইহুদি জাতি ধিকৃত করে ছেড়েছেন। প্রথমেই আমি বলিষ্ট কনেঠ ওয়ালী পোস্টের প্রতিবাদ জানাচ্ছি। কোরআনে ইহুদিদের ব্যাপারে সাবধান বাণী যেমন দেওয়া হয়েছে, তেমনি ভাল কথাও বলা হয়েছে অনেক।

আসলে ইসলাম মতে ধর্মের কারণে কাউকে লেবেল করা ঠিক না। ওসামা বিন লাদেনের জন্য কেউ যদি আমাকে সন্ত্রাসী বলে তাহলে আমার নিশ্চয় তা ভাল লাগবেনা। তাহলে আমি কেন অন্যকে ওভাবে জেনারেলাইজ করতে যাব? এবার আসি তথাকথিত ইসলামি ঐক্যের আলোচনায় - ঐক্য দরকার তা নি:সন্দেহে, কিন্তু এ যে ইসলামি ঐক্যই হতে হবে তা কিন্তু নয়। আমার মতে ইসলামি ঐক্যের তিনটি দুর্বলতা আছে 1. টার্ম টা ambiguous । এ বলতে কি বুঝায়? মুসলিম দেশগুলোর ঐক্য হলে তো ও.আই.সি (oh i see) ও আরব (ঘুমানো)লিগ তো আছেই।

2. ইসলামে ঐক্যের দাবি আমি-তুমি বিভাজকরণে ভুমিকা রাখবে। রাইট উইঙ্গার রা এটি নিয়ে তখন রাজনীতি করবে 3. চলমান যুদ্ধবিরোধি আন্দোলনের অনেকেই অ-মুসলমান। এই ধরণের দাবি এই সব যুদ্ধ বিরোধি আন্দোলনেও বিভাজন নিয়ে আসতে পারে। এ যুদ্ধ বোঝার জন্য এর ব্যাকগ্রাউন্ডটা বোঝা দরকার- এ যুদ্ধের কিছু ফ্যাক্ট: ক) আমেরিকা বা ইঙ্গ-মার্কিন জোটের প্রধান নজড় হলো তেল তথা এনার্জির দিকে। আমেরিকা চায় বিশ্বাধিপতি হতে।

খ) ইসরায়লী লক্ষ্য হল পবিত্র ভুমি দখল করে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্টা করা গ) গত শতাব্দিতে দেখা গেছে মুসলমানরা তাদের দুশত বছরের ঘুম ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। (শোমচৌর [গাঢ়] ধর্মীয় মৌলবাদের চাষাবাদ [/গাঢ়] পোস্টে এ ব্যাপারটা কিছুটা এসেছে, যদিও আমার মতে তাতে কিছু কিছু তথ্য বিভ্রাট আছে। ) ইসলাম পন্থীদের এ জাগড়নটাকে বেশ ভয়ের সাথে দেখছে ইসরায়েল-ইঙ্গ-মার্কিন জোট, কারণ তারা ক্ষমতাই এলে তো আগের মত হেরেম ভর্তি সুন্দরী ও বিশ্বব্যাপি অট্টালিকা দিয়ে আরব ও মুসলমানর নেতাদেরকে আর বশ করা যাবেনা। আর তাই এ যুদ্ধের মাধ্যমে তারা চায় ইসলাম বা এই সব নব জাগড়িত ইসলাম পন্থীদেরতে সমুলে উৎখাত করতে, যার কারণে যুদ্ধটিকে এত ইসলাম বিরোধি মনে হয়। সুতরাং আমার মতে সেই (আপনাদের) কাঙ্খিত ইসলামি ঐক্যের চেয়ে আজ বেশি প্রয়োজন শান্তিকামি মানুষদের ঐক্য।

সকল মানবতাবাদী দের ঐক্য। । যার নাম হতে পারে 'একবিংশ শতাব্দির ঐক্য'। । ।

====== বিষয়টি আরেকটু গোছানো ভাবে আমার ইংরেজী ব্লগে পোস্ট করেছি। পড়ার আমন্ত্রন রইল। [link|http://bodda.blogspot.com/2006/08/inconveniences-of-marriage-of.html|ce

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.