আমাদের কথা খুঁজে নিন

   

বাবা তোমায় মনে পড়ে

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

বাবা একটি শব্দ একটি উচ্চারণ। আজ বিশ্ব বাবা দিবস। মে মাসে মা দিবস পালন করেছি। আজ বাবা দিবসে বাবার প্রতি রইলো অশেষ শ্রদ্ধা। বাবা ছোটবেলা থেকেই অনেক ভালবাসতেন।

সব বাবাদের মতই আমাকে বুকে আগলে রাখতেন। যতটুকু মনে পড়ে বাবা কখনোই কঠোর হতেন না। মাকে সেভাবেই মাঝে মাঝে বলতেন কঠোর না হতে। বাবা আজ অনেক দূরে। উচ্চ শিক্ষিত করার জন্য পাঠিয়েছেন অনেক দূরে।

গ্রামের স্কুলের পড়া শেষ করেই এক যুগ ধরে ভিন্ন জেলায় ভিন্ন শহরে। বাবা মাঝে মাঝে চিঠি লিখতেন। কয়েকটি চিঠি সংগ্রহে রেখেছি। এখন দিন রাতে কয়েকবার কথা হয়। বাড়ির খোজ খবর সহ নানা বিষয়ে কথা হয়।

বাবা চিন্তায় থাকেন। অধিক রাতে যেন বাসার বাহিরে না যাই। মা বাবার কথার সাথে সুর মিলিয়ে একই কথা বলেন। আমি কথা বলি। বাবাকে চিন্তা না করার জন্য বলি।

বাবা শুধু আজই নয় চিরদিন থাকবে তোমার জন্য শ্রদ্ধা আর ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.