আমাদের কথা খুঁজে নিন

   

একটুকু ছোঁয়া লাগে

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি কিছু পলাশের নেশা কিছু বা চাপায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙ্গে রসে জাল বুনি রচি মম ফাল্গুনি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমি আপন হারা প্রান আমার বাধন ছেড়া প্রান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান মনের কোণে রঙ লেগেছে উদাস হাওয়া যাচ্ছে বয়ে এই ফাগুনের এমন দিনে যাচ্ছে যে দিন দিনে দিনে৷ তোমার মনের কোনটি কি গো এমন করে রাঙিয়ে গেছে? কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন ঝরার এমন দিনে যেমন করে রাঙিয়ে গেছে৷ দিনের পরে নিশীথ রাতে ডালিম গাছের কোমল বাঁকে পলাশ বনের কোলটি ঘেঁষে জ্যোৎস্না যখন প্রণয় আঁকে৷ তুমি আমি একই জোটে এমনি করে থাকবো কবে বসবো কবে পাশাপাশি দিন চলে যায় দিনে দিনে৷ তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো গন্ধে বরনে, এসো গানে। এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়ানে॥ নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে তারি মধু কেন মনমধুপে খাওয়াও না? নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না?। বিশ্বকমল ফুটে চরণচুম্বনে, সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে, আমার চিত্ত-কমলটিরে সেই রসে কেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না?। আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে, তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে, তেমনি করে সুধাসাগর-সন্ধানে আমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না? পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ, তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ, তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে কেন দ্বারে তোমার নিত্যপ্রসাদ পাওয়াও ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়, ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা সবাইকে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.