আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মচিন্তা

ধুমপানে বিষপান
ধর্ম মানুষের জীবনকে সুন্দর করে, সুখময় করে এ কেউ অস্বীকার করতে পারবেনা। মানুষ সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, যখন সে ধর্ম কে ভালবেসে সত্যিকার অর্থেই একে লালন করে-তখন তার মতো সুখী মানুষ আর হয় না! যুগে যুগে যেসব মহামানব বিভিন্ন ধর্ম আমাদের মাঝে প্রচার করে গেছেন, সেসব মহামানব অনেক কিছু বুঝে-মানুষের মংগলের জন্যই কিছু করার চেষ্টা করেছেন! বিধাতা হ্য়ত সবাইকে এক রকম নলেজ দেন না, যাদেরকে দেন তাদের মধ্য থেকে কেউ কেউ একে শুধু সৃষ্টি আর স্রষ্টার সরুপ উম্মচনেই ব্যয় করেন। আর তাদের মধ্য থেকেই বেরিয়ে আসে কোন কোন মহামানব যারা মানুষের সুখ শান্তি আর সমৃদ্ধ জীবনের সহজ উপায়ের অনুশীলন বলে দিতে পেরেছেন!! আর আমাদের মত গতানুগতিক মানুষদের সুখ শান্তি আর সমৃদ্ধির বিষয়টি সেই সকল মহামানবদের নির্দেশিত পথেই অতি সহজে আসতে পারে। অন্য পথ যদি থেকেও থাকে, তা হবে আরো কঠিন এবং কন্টকিত. কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমরা সবসময় নিজেদেরকেই শ্রেষ্ঠ ভাবতে শুরু করি! এই অহংকার আমাদেরকে যখনই আচ্ছন্ন করে তখনই আমাদের মাঝে হানাহানি, অবিচার, হিংস্রতা, বর্বরতার প্রকাশ পায়। মানব সভ্যতার সব বড় বড় বর্বরতার পিছনে আমাদের এই অহংকারবোধই কি সবচেয়ে বেশি দায়ী নয়? আমাদের মাঝে যদি কেউ আমাদেরকে অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ ভাবি, তাহলে সেটাই কি সবচেয়ে অবিবেচকের কাজ নয়? যে মহান আল্লাহ বা ঈশ্বর বা ভগবানই আমাদের স্রষ্টা হোক না কেন, তিনি যে একজন মহান সুবিবেচক হবেন এটা কি আমাদের বিবেকে উপলব্ধি হয় না? তাহলে তিনি কেন আমাকে শ্রেষ্ট বানাবেন আর অন্য একজন কে নিকৃষ্ট বানাবেন? আমরাই তো আমাদের কাজের দ্বারা আমাদের শ্রেষ্ট বানাই আবার আমরাই আমাদের নিকৃষ্ট বানাই, তাহলে কেন স্রষ্টার দোহাই দিয়ে আমরা শ্রেষ্ট হওয়ার প্রচেষ্টা চালাই? পৃথিবীতে সব মানূষ সমান, সবার সৃষ্টিকর্তা একজন যিনি অবশ্যই মহান, সুবিচারক এবং সুবিবেচক সুতরাং কেউ কারো থেকে কখনোই শ্রেষ্ট হতে পারে না বা হওয়া উচিৎ নয়, এই উপলব্ধি কি আমাদের সবার মাঝে আসা উচিৎ নয়? আমরা অনেকেই মানুষে মানুষে সাম্যের কথা বলি কিন্তু কাজের বেলায় আমরা কখনোই এই সত্যটাকে মেনে নেই না! হোক ভিন্ন ধর্মীয়, হোক সাদাকালো, হোক ধনীদরিদ্র, হোক ভিন্ন জাতি গোষ্ঠি - আমরা সবাই সমান, এই কথটি মূখে নয়, অন্তরে এবং কাজে প্রতিফলিত করার চেষ্টা কি আমাদের সবার করা উচিৎ নয়? তাই চলুন না সবাই বিবেকের তাড়নায় চিরতরে স্বপথ নেই, পৃথিবীতে সব মানুষ সমান, কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.