আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মচিন্তা ও চিন্তার স্বাধীনতা-৫

এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে

ত্রিভূজ-কে বলছি, বিষয়টি একেবারে অনালোচিত নয়, অনেক বইতেই পাবেন। এ মুহূর্তে মনে পড়ছে ইয়াহ্‌ইয়া আরমাজানির লেখা(অনূদিত) 'মধ্যপ্রাচ্য অতীত ও বর্তমান' বইটার নাম-- স্বপ্ন দেখার আগে একবার দেইখা লন। এইবার আসি খুব বোকা টাইপের একটা প্রশ্নে (যেহেতু আমি ভাষাবিদ নই), *প্রশ্ন - ৭* দুনিয়ার সব ভাষাই আদিরূপ থেকে এতটাই বদলে গেছে যে, প্রায় ভিন্ন ধরণের একটি ভাষারূপ সৃষ্টি হয়েছে বলা যায়। কিন্তু আরবি ভাষা ১৪০০ বত্সর আগে যা ছিল সেই একই অর্থ আজো থাকে কি করে ? প্রশ্নটা ঘুরিয়ে করি, ১৪০০/১৫০০ বত্সর আগের একটি আরবি শব্দ যে অর্থ প্রকাশ করতো তা কী কালক্রমে একটুও বদলায় নি ? যেমন বাংলায় একসময় মৃগয়া বলতে পশু শিকার বোঝাতো অথচ কালক্রমে এটি হয়ে গেল, হরিণ শিকার। এরকম অজস্র উদাহরণ পৃথিবীর সব সচল ভাষাতেই আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.