আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুম আর আমি মেঘ পান করি মেঘের শহরে

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

১. মেঘের শহরটারে মাড়িয়েছি ত্রস্ত পায়ে... সারা শহরে যদিও কোন ধুলা নাই, তবু তন্নতন্ন খুঁজেছি তাহারে... ধুলা তুমি কোন পথে আছো! চারপাশ ঘিরে থাকা মেঘগুলো নিয়েছে উড়ায়ে তাহাদের...একজন শাওলিন সন্ন্যাসী তার মূদ্রায় আচ্ছন্ন থেকে কয়... আমি আর মৌসুম তবে এইবেলা চিত্রপটে হাটি... ২. মেঘের শহরে পাহাড় রয়েছে দৃপ্ত দাড়ায়ে মেঘের আলিঙ্গনেরে ভালোবেসে... আমাদের বন্ধু একজন চিত্রকর চামড়াশিল্পে তার নিবেদিত প্রাণ... পাহাড়ের দৃঢ়তারে ভালোবেসে সেও সমুদ্র ছেড়েছে শৈশবের কালে... বাল্যকালে তার সখা পাহাড়ি আর বন্ধু হয়েছে মেঘের মানুষেরা... আর একজন চরম কসমোপলিটান মদ্যপ ছেড়েছে হুইস্কি... তাহার হাতের বেমানান চোলাইয়ের গেলাসে চুমুক দিচ্ছিলো যে আখু তরুণী মেঘেরা তাহার চুলের বল্লরীতে খেলে... হায় পুঁজিবাদ! নিবৃত্ত করেছে আমাদের মেঘের শহরে বসবাস কাঙ্খা... ৩. মৌসুম আর আমি উভয়ে মেঘ পান করে একবেলা খরচ বাঁচাই... স্বাদু মেঘ তুমি আমাদের শহরেও চলো! সেইখানে নিরন্ন মানুষ, স্বেদসিক্ত...বড় কষ্টে আছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.