আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুম

সুরঞ্জনা, বলো নাকো কথা ঐ যুবকের সাথে.. :)

শেয়াল হুক্কা হুয়া বলে ডাকে না। শেয়ালের ডাকের সাথে সরকারী অ্যাম্বুল্যান্সের সাইরেনের একটা মিল আছে । একটানা ১৫ সেকেন্ড করে বাজতে থাকে । ফ্রিকোয়েন্সি লেভেলও চেইঞ্জ হয় । বাসার সামনে রাস্তার ওপারে একটুকরো খালি জমি আছে ।

ব্যালকনিতে রাত ১টার দিকে বসলে সেখানে ৬০ ডিগ্রি কোণে ৪-৫ টা শেয়ালকে দেখি আজকাল প্রায় রাতেই । কোনো জংলার ভেতর থাকে, রাত হলেই বেড়িয়ে এসে ডাকতে থাকে । গুগল করে জানলাম এটা ওদের ডাকাডাকিরই মৌসুম । আমার ব্যালকনির বিপরীতে পয়তাল্লিশ ডিগ্রি কোণে এক ভার্সিটি পড়ুয়া আপুর বাস । শেয়ালগুলোর ডাকাডাকি শুনতে শুনতে চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম , ব্যস্ত হয়ে আপু তার ব্যালকনিতে এলেন ।

কানে এয়ার ফোনে কথা বলছেন , হাতে আরেক ফোনে টেক্সটও করছেন । এবার ঘরের ভেতর থেকে আরেকটা ফোন বেজে উঠলো । এয়ার ফোনে 'মা ডাকছে' বলে ভেতরে চলে গেলেন । 'এই তো একটু পড়াশোনা করছিলাম হানি' বলতে বলতে কানে একটা ফোন নিয়ে আবার ব্যালকনিতে ফিরে এলেন । ভেতর থেকে কোনো একটা ফোন আবার ডেকে উঠলো ।

আমি শেয়ালের ডাকের দিকে মন দিলাম । মানুষের ডাকাডাকির কোনো মৌসুম নাই, না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.