আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেমেয়েদের ভদ্র রাখুন (নিষ্পাপ ভালগার [+৮ ; +৪৫] )

এডিট করুন
এক পোলারে তার বাফে মায়ে খুব সামলাইয়া রাহে। পোলা যাতে খারাপ না হইয়া যায় সেই দিকে প্রচন্ড নজর। তা একদিন পোলা স্কুলে যাওনের সময় দেখল এক রিকশাওয়ালা আরেক রিকশাওয়ালারে শালা কইতাছে ( শালা তো নরমাল শব্দ, কইতেই পারে, এইডা আবার খারাপ শব্দ কেমনে হইল ............................. এইসব চেচামেচি দয়া করে কেঊ করবেন না, কৌতুকে যুক্তি খুজলে গুতেনবার্গ পড়েন গিয়া কৌতুক পড়ার দরকার নাই)। সে সেইদিন বাসায় আইয়া পিতাকে শুধাইল, "অহে জনক শালা সাউন্ডটার মিনিংটা কি হে?" পিতা বিলক্ষণ উৎকন্ঠিত হইয়া উত্তর করিলেন, " ইহার মিনিং হইল মেহমান"। বাপে ভাবছিল পুলারে খারাপ শব্দ শিহানি ঠিক অইত না।

পুলায় পরবর্তী দিবসে বিদ্যালয়ে গমনকালে লক্ষ্য করিল এক বেডায় আরেক বেডারে খচ্চর কইতাছে। তারপর সেই পুরান কাহিনী বাপে কইল " ইহার নিগূঢ় অর্থ হইল কেদারা"। এরপর পুত্রধনমানজনকুলবংশ পরের দিন আরেক যায়গারথন গালি খাইয়া আইল "হারামজাদা"। ভদ্র পোলায় বুঝবার পারে নাই। বাফে কহিল "হারামজাদা" মানে হইল পিতা-মাতা।

এরপর একদিন পিতা-মাতাদের মেরেজ দে তে মনে রঙ লাগিল। উহারা পুত্রকে কিয়ৎকালব্যাপী পরিত্যাগ করিয়া প্রেক্ষাগৃহাভিমুখে ধাবিত হইল। গৃহে কেবল সুযোগ পাই নাই তাই ভালো থেকেছি পোলাডা রহিল। এমন সময় কিছু মেমানের হাতির পা পড়ল হেতানের বাড়িত। পোলা তাহাদের অভ্যর্থনা জানাইল, "আসেন আসেন শালারা, খচ্চরে বসেন, হারামজাদারা ছিনেমা দেখিতে গেছে।

"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.