আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর কি ক্ষমতাচ্যুত হয়েছেন?

সবকিছুই চুকিয়ে গেছে গালিব! বাকি আছে শুধু মৃত্যু!!

একজনমাত্র ভক্ত পেহলাদকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু স্বয়ং অবতার নিয়েছিলেন। একজনমাত্র ইব্রাহীমকে রক্ষার জন্য আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। কিন্তু সোমালিয়ায় যখন হাজার হাজার মানুষ না খেয়ে মারা যান, যখন দানব বুশের রক্তের ক্ষুধা মিটাতে আফগানিস্তান কিংবা ইরাকের হাজার হাজার মানুষ রক্তগঙ্গায় গড়াগড়ি খান, যখন ইসরাইলী বাহিনীর বুলডোজার ভেঙ্গে দেয় নিরস্ত্র ফিলিস্তিনীদের আবাস, যখন সিডর বা আইলায় এই গরীব ভূখন্ডের লক্ষ লক্ষ মানুষ বানের মতো ভেসে যায় তখনতো প্রতাপশালী ও সর্বশক্তিমান এই ঈশ্বর কে দেখিনা। কোথায় থাকেন তিনি তখন? এই লক্ষ লক্ষ হতভাগ্য আর দরিদ্রের মাঝে কি তিনি একজন পেহলাদ, একজন ইব্রাহীমের মুখ দেখতে পাননা? অথচ এই হতভাগ্য দরিদ্র মানুষগুলোই তাঁকে বেশি স্মরণ করে, তাঁর কাছে আশ্রয় চায়। তাঁকে নিয়ে প্রার্থণা কিংবা তাঁর মহিমা প্রচারে তাদের কোন ক্লান্তি নেই।

কিন্তু নিয়তির কি খেলা, তিনি এই দরিদ্র অথচ তাঁর ভক্তদের প্রতিই বেশি রুষ্ট। কার পাপে বা কার প্রতি বিরক্ত হয়ে আজ তিনি এমন? বিপরীতে যারা তাঁকে খুব কমই স্মরণ করে, তাঁর কাছে আশ্রয় চায়না সেই শক্তিমান বুশ আর ইসরাইলীদের প্রতি তিনি অতি প্রসন্ন, অতি সদয়। বছরের পর বছর অন্যায় করে গেলেও তিনি তাঁদের কোন অভিশাপ দেননা, তাদের কোন বন্যা দেননা, তাদের কোন সিডর দেননা। তারা থাকে ঝামেলাহীন, নির্ভেজাল। তরতর করে বেড়ে চলছে তাদের অর্থনীতি, পযুক্তি বা মানবউন্নয়ন।

পাপের উর্ধ্বে এ পৃথিবীতে কেউ নয়। তবে প্রায়শ্চিত্ত করার মত পাপ খুব মানুষই করে । কিন্তু প্রতাপশালী উন্নত বিশ্বের সেই কম মানুষগুলোকে তাদের পাপের প্রায়শ্চিত্ত কখনও করতে হয় না। সম্মিলিত এর প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন ছোট অপরাধে অপরাধী গরীব দুনিয়ার সাধারণ মানুষগুলো। কেন এই অনিয়ম, কেন এই অসাম্য।

ধর্মপুস্তকের বর্ণনামতে ঈশ্বরতো সাম্যের প্রতিক। তাঁরতো এমন কাজ করার কথা নয়। তবে কি ঈশ্বরের ক্ষমতা ইতোমধ্যেই হস্তান্তরিত হয়ে গেছে! সমরাস্ত্র, প্রযুক্তি আর অর্থনীতির অসীম ক্ষমতা দিয়ে তাঁরা কি ঈশ্বরকে ইতোমধ্যেই বশ করে ফেলেছে? বৃটিশ শাসিত ভারতে দিল্লীতে একজন সম্রাট ছিলেন, তবে তা নামমাত্র। সেই সম্রাটের কোন বাহিনী ছিলনা, কোন রাজকোষ ছিলনা। ছিলনা কোন রাজত্বও।

ইংরেজদের দেওয়া বাৎসরিক পারিতোষিকে কোন রকমে তার দিন অতিবাহিত হত। ঈশ্বরের বর্তমান অবস্থা দেখে মনে হয় বৃটিশ ভারতের সেই সম্রাটদের মতো তিনিও প্রতাপশালী পশ্চিম দুনিয়ার তথাকথিত সেই বুশ আর ইসরাইলীদের বশংবদে পরিণত হয়েছেন। তাঁদের বেতন ও পারিতোষিকে কোন রকমে চালাচ্ছেন তার শেষ জীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।