আমাদের কথা খুঁজে নিন

   

সর্বকালের নিকৃষ্ট ১০ টি টেক ভবিষ্যৎবাণী



১.পরবর্তী খ্রীসমাসে আইপড হবে একটি মৃত এবং বিনষ্ঠ বস্তু। ২০০৫ স্যার আলান সুগার ২. বাসা-বাড়ীতে কোন কম্পিটারের প্রয়োজন নাই কেন ওলসেন ১৯৯৭ ,প্রতিষ্ঠাতা ডিজটাল , ইকুপেমন্ট ৩.পরবর্তী দশ বৎসরের মধ্যেই পারমাণবিক শক্তি-চালিত ভ্যাকুয়াম ক্লিনার বাস্তব রুপ লাভ করবে ১৯৫৫ অ্যালেক্স লিউয়েট প্রেসিডেন্ট লিউয়েট করপোরেশন ভ্যাকুয়াম কোম্পানী ৪.টেলিভিশন শেষপর্যন্ত টিকেব না কেননা মানুষ প্রতি রাতে এই প্লাইউড বাক্সের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে ১৯৪৬ ড্যারেল জ্যানুক ৫.কখনো বড় আকারের উড়োজাহাজ তৈরি হবে না ১৯৩৩ বোয়িং ইিজ্ঞিনিয়ার একটি দশ আসনের বোয়িং-২৪৭ এর প্রথম উড্ডয়নের পর ৬.আমরা রকেট মেইলের দ্বারপ্রান্তে দাড়িয়ে আছি ১৯৫৯ আর্থার সামারফিল্ড ইউ,এস পোষ্ট-মাষ্টার জেনারেল ৭.পারেসানাল কম্পিউটারে কারো কখনো ৬৪০ কিলোবাইটের বেশি মে,,মরী প্রয়োজন হবে না ১৯৮১, বিল গেটস (এ উক্তি বিলের কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি) ৮. আমেরিকানদের টেলিফোনের প্রয়োজন থাকলেও আমাদের প্রয়োজন নাই-আমাদের যথেষ্ঠ ম্যাসেঞ্জার বয় আছে ১৮৭৮ স্যার উইলিয়াম প্রিস, -প্রধান প্রকৌশলী, বৃটিশ পোস্ট অফিস ৯. স্প্যাম সমস্যার সমাধান হবে ২০০৪ বিল গেটস ১০.এক্স-রে ধোকাবাজি হিসাবে প্রমাণিত হবে ১৮৮৩ লর্ড কেলভিন প্রেসিডেন্ট-ইউ,.কে রয়েল সোসাইটি তথ্য সূত্রঃ রিডার্স ডাইজেস্ট মে,_২০০৯ সংখ্যা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.