আমাদের কথা খুঁজে নিন

   

১৪০০ সাল (রবীন্দ্রনাথ স্বরণে)

কোথায় তাকে থামতে হবে - সীমালঙ্ঘনকারী তা কখনোই বুঝতে পারে না । প্রতিটি দুর্দশার মূলে রয়েছে ব্যাক্তির বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন ।

আজি হতে শতবর্ষ আগে হে কবি, লিখেছ তোমার কবিতাখানি আমাদের তরে আজি হতে শতবর্ষ আগে । তোমার পাটানো বসন্তের আনন্দ সেই ফুল সেই গান হৃদয় নিংড়ানো সেই অভিনন্দন আজো মোরা স্বরন করি শ্রদ্বাভরে আজ এই শতবর্ষ পরে । আজো যখন বাতায়ন পাশে বসি কল্পনায় ভেসে উটে স্বর্গীয় পূলক রাশি, নবীন ফাল্গুন দিন দিয়েছে রাঙ্গিয়ে এক চঞ্চল কবিকে যৌবনের রাগে আজি হতে শতবর্ষ আগে হে কবি - সেদিন ছিল তোমার উতলা প্রাণ হৃদয়ে ছিল গান তবু তুমি আমাদের করেছ স্বরণ একটু একাকী বসে একদিন শতবর্ষ আগে । আজ এই শতবর্ষ পরে যে সব কবিরা করিছে গান তাদের বসন্তের আনন্দের দিনে তোমার বসন্তের গান গাইছে আনন্দভরে হৃদয় স্পন্দনে, ভ্রমর গুঞ্জনে পল্লবমর্মরে আজ এই শতবর্ষ পরে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.