আমাদের কথা খুঁজে নিন

   

স্বপন দেখি নাকি



সংসার নিয়ে খুব হতাশায় আছি। কি যে করবো। বিদুৎ থাকে না, পানি খাওয়া যাইনা। বসবাসের জন্য এই সামান্য চাওয়া। ছেলে পড়তে ও বউকে সংসার গুছানোর ও এগুনোর কথা বলি কি করে।

খুব আশচর্য লাগে যখন এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যাথা নেই বলে মনে হ্য়। দেশটা কি ভাবে চলছে তারায় ভালো জানে। বড় বড় পরিকলপনা হবে এবং বাসতবায়ন শুরু হবে, দেশ এগিয়ে যাবে, বিদুৎ আসবে ও থাকবে, খাবার পানি থাকবে পানির লাইনে, গরিব ও অভাব কমবে, সবার জন্য শিক্ষা চালু হবে, সমাজে শৃংখলা থাকবে, একে আন্যকে সাহায্য করবে, কাজ আর কাজ সবার জন্য, শান্‌তি চারিদিকে ইত্যাদি। ১৪ কোটির মানুস কি না করতে পারে। অন্য দেশে আমরাই করছি, পারছি না শুধু আমাদের দেশে।

মাঝে মাঝে মনে হ্য়, স্বপন দেখি, কিছছু হবে না এদেশের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।