আমাদের কথা খুঁজে নিন

   

স্বপন

মুক্ত ডানায় চেড় গেলাম নীল পিরেদর বাড়ি, হাত দুটেতে জরিয়ে ছিল শুভ্র মেঘের সারি। দুধ সাদা এক বকের সনে বলেছি আপন ব্যাথা, শুনেছি তাদের বিশাল মনের মন জুরানো কথা বৃষ্টির পাশে হেটেছি আমি বহু মেঠু পথ, দেখেছি আমি সবুজ ডালে ফুল পরীদের রথ। আদল রাঙ্গা মিষ্টি রোদে মেলেছিলাম কায়া, একেছি আমি হৃদয় পটে অচিঁন পুরের মায়া। বায়ুর সাথে ছুটেছি অনেক হাত রেখে এক সাথে, চাঁদের সাথে ভাব করেছি জোৎস্না ভরা রাতে শিশির কনার মুক্ত মালা গায়ে জরিয়ে কত, নগ্ন পায়ে ক্ষেত চষেছি কৃষান ছেলের মত। সব গুরিয়া এলাম যখন ইট ঘেরা মোর বাড়ি, স্বপ্ন তখন বিদায় নিল হাত দুটি তর নাড়ি। মোঃনাজমুল হক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।