আমাদের কথা খুঁজে নিন

   

অমানিশা

হয়তো কিছু নাহি পাবো..

নিজ গৃহে কারাবাসী জানা নেই আছে কয় জনা শুধু কথা তাদের গৃহহীন করে ছায়া পথে আনাগোনা আজ মৌ্ন মিছিল নৈশব্দতায় শেষ পযর্ন্ত প্রতিটি শিরা-উপশিরায় রন্ধ্রে লোহিত কণিকায় জেগে ওঠে বেঁচে থাকার তীব্র বাসনা অসহ্য ক্রোধ যন্ত্রণায় আর্তনাদ তুলে নীল বিবেক শত দংশনের পরও জানে মৃত্যু সহজ নয় তাই রক্তাক্ত স্বপ্নগুলোকে সমস্ত শক্তি দিয়ে স্বেচ্ছা মরণ থেকে আগলে ধরে রাখে সবার অলক্ষ্যে সৃষ্টির নেশায় বাঁচার নেশায় সৃষ্টির নেশায় বাঁচার নেশায় সৃষ্টির নেশায় বাঁচার নেশায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।