আমাদের কথা খুঁজে নিন

   

অমানিশা



অমানিশা - সৈয়দ নোমান আজমী ভোর হয় দিন যায় সন্ধ্যা হয় রাত যায় আবার হয় সকাল কাটেনা সময় আবার কেটেও যায় কখন ও কেটে ও না কাটার ভান করি আবার কখনো না কেটে ও কাটার ভান করি। ভোর হলে ঘুম ভেঙ্গে যায় আবার কেন ঘুম....... পড়ার মাঝে ক্লান্তিতে শুয়ে পড়ি ঘোর অমানিশায় পড়ে থাকি কত রং বে-রঙের স্বপ্ন দেখি কখনো সুখের কখনো দুঃখের কখনো বিরহ যন্ত্রনার, এমনি করেই অমানিশার দিন গুলি কেটে যায়। চন্দ্র যেমন গ্রাস করেছে পূর্ণ সূর্যকে তেমনি অমানিশা ও গ্রাস করেছে আমায়, আমি চাই অমানিশাকে চিত্রিত করতে কিন্তু অমানিশা পর্দার আড়াল হয়না কিন্তু কেন? কে এই অমানিশা.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।