আমাদের কথা খুঁজে নিন

   

উত্তাল হে শাহবাগ উত্তাল ।

সারাদেশে ভুমকিম্প হচ্ছে , ভুমিকম্প হচ্ছে শাহবাগে তার চেয়ে বেশি ভুমিকম্প হচ্ছে সরকার তথা উপর মহলের সবার মনে। এখন আশাবদী কথাটা ভুলে প্রতিবাদী ভাষা উচ্ছারিত হচ্ছে আমার মনে। জাগ্রত জনতার জাগরনের মাধ্যমে দেশের কলংক মুছনের শপথ নিয়েছি। প্রিয়তম কে বলেছি দেশ রাজাকার মুক্ত না হওয়া পর্যন্ত আমাকে আমার মত থাকতে দাও। মাথা থেকে সকল আগছালো চিন্তা ভুলে শাহবাগ আর শাহবাগ ধ্বনী ঘুরছে।

জামাতী সকল কুলাঙ্গারদের ধমক আজ আমাকে আটকিয়ে রাখতে পারে নি । এখন সারাদিন জামাত খুজি। একটা যদি পাই অমনি ধরে হাপুস হুপুস খাই। তবে জামাতের দেখা তো পাচ্ছি না । হাস্যকর ।

আমার দাবীটা এখন উল্টো। যুদ্ধাপরাধীর ফাসির সাথে সাথে যারা এ বিতর্কিত রায় দিয়েছে তাদের বেপারে ও ভাবতে হবে । আমি ভেবেছি আপনি কি ভেবেছেন। সবাই কে বরি শাহস থাকরে শাহবাগ আসেন এবং নিজ নিজ দলের স্লোগান দেন। যদি দিতে পারেন ভাববো সঠিক দলের সঠিক কর্মি আপনি।

আমাদের কে ২০ টাকা দিয়ে ট্রাকে বা বাসে করে মিটিং এ আনা হয় নি । আমরা কোন নেতা হতে চাই না । তবুও আমরা শাহবাগে। আমরা জনতা , শিক্ষিত জনতা, আদম্য জনতা , স্বাধীন চেতা জনতা। পরিবেশ ভারি হবার আগেই সটকে যান যদি ভালো চান ।

দেশর এর একটুকরো মাটির ও দাম আছে। আমি চাই না এ মাটি কোন রাজাকারের কবরে ও লাগে। ধন্যবাদ আমার সহ যোদ্ধারা স্বাধীন বাংলা যোদ্ধা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।