আমাদের কথা খুঁজে নিন

   

উত্তাল ঢেউ

যেদিন প্রথম দেখেছিলেম তোমায়... আবাক দৃষ্টিতে তুমি দেখছিলে আমায়; যেদিন জানতে পারলাম হাড়-পাহাড়ের অস্তিত্ত্ব তোমার জন্য; সেদিন বলেছিলে, আমায় পেয়ে তুমি প্রেম অরন্য। বড় যত্ন করে আমার তরে তোমার আসন রেখেছি পেতে... তবু দূর হতে কোন প্লাবন সম আসছে বেগে, অন্তরকোনে দেখেছিলেম তোমার সে মিনতির ক্ষমা, তাইতো আজি ক্লান্ত আমি সেই নদীকূলে একা। বলেছিলে তুমি, আপনার ধরা মনোরমা শুধু তাইতো জেনেছি, অন্তরালের নিষ্ঠুরতা কখনও তো আমায় বলনি, বাস্তবতার ঘাত-প্রতিঘাত তাইতো কখনও জানিনি, অবহেলে মোরে আড়াল তোমার তাইতো মানতে পারিনি। সমুদ্র আজ বড়ই উত্তাল, সেথা শুধু ঢেউয়ের গর্জন বাস্তব বড়ই নির্মম; সমস্ত পৃথিবী আজ তাই করেছে সমর্থন, যদি কেউ বলে ‘ভালবাসি’, তাই পারব না হারাতে তবে তা বোধ হয় নিরর্থক; ভালবাসার বন্ধন ছিন্ন হবার নয়, তবে তাও নিশ্চয় অনর্থক। হাজারো মিথ্যের ভিড়ে হয়তো তুমি বলেছ কিছু সত্য তোমার সে সত্যতা যেচে বুঝি আজ আমি মত্ত; মত্ত হয়েও সিক্ত ছায়ার আজ আমি বড় বিষন্ন, স্তব্ধ দেহ, দগ্ধ আমি যার ক্লান্ত মন আজ ক্ষত-বিক্ষত ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।