আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনে সবার জন্য শ্রুতি শ্রাবন্তীর শুভেচ্ছা আর ভালবাসা

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

আজ সারা দিন শ্রুতির জন্মদিন। বাড়িতে বিশেষ কারণে এবার ওর জন্মদিন ঘটা করে উদযাপিত হলো না। সেই ক্ষীণ আক্ষেপটুকু মিটিয়ে দিলেন কালপুরুষ দা। গত রাতে শ্রুতির জন্মদিন উপলক্ষে একটা পোস্ট দিয়ে আমাদের সবার তো বটেই, শ্রুতিরও অনেক প্রিয় হয়ে উঠলেন তিনি। আমাদের ভাই-বোনদের পরিবারের সবার ছোট বলে শ্রুতির জন্মদিন মানেই বিশেষ কিছু।

আজ বিকেলে শ্রুতি তার জানা আন্টির কাছ থেকে দারুন কিছু গিফট পেয়েছে। ছোট্ট কিন্নরীও শ্রুতিকে নিজে ছবি এঁকে পাঠিয়েছে। স্বাভাবিক কারণেই শ্রুতি আনন্দিত। সেই আনন্দ প্রকাশের জন্য কি করা যেতে পারে? ঠিক হলো, শ্রুতির লেখা একটা কবিতা আর তার কিছু হাতের কাজ নিয়ে পোস্ট দেওয়া যেতে পারে..... শ্রুতি যখন নাচ প্রতিযোগীতায় প্রথম...... নিজের পোট্রেট নিজেই আয়না দেখে আঁকা...... শ্রুতির বানানো কাগজের ঘর... ওর আঁকা ছবি.. গ্রাম কি এমন দেখতে... খেজুর গাছে গাছি.... এই ছবিটা যদি কবি কবি ভাবের হয় তাহলে তো কবিতা থাকতেই হবে........ শ্রুতির অনুরোধেই তার বড় আপু.....অত্রি অমরাবতী 'র ছবি। >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> বিজ্ঞানের আগমন _________ এই যে আমাদের অবিশ্বাস্য বিজ্ঞান আমাদের সমাজে এসে বয়ে আনে কল্যাণ।

আগমনে বিজ্ঞানের তৈরি হয় কম্পিউটার এই যন্ত্রে জানা যায় বিশ্বের খবর প্রতিবার। আত্মভয়ের কাজগুলোতে বিজ্ঞানের আবিষ্কারে তৈরি হলো রোবট যন্ত্র কাজগুলো দিতে করে। আকাশ পথের খবর জানতে বিজ্ঞানেরই আগমনে তৈরি হলো অতি নিখুঁত কৃত্তিম উপগ্রহ আকাশময় বেড়ায় ছুটে। বিশ্বটিকে হাতের মুঠোয় আনতে হলে বিজ্ঞান পড় বিজ্ঞানীদের মত হয়ে জগতটাকে বুঝতে শেখ। শ্রুতির বড় বোন অত্রি অমরাবতী ওর চেয়ে অনেক সুন্দর দেখতে।

সে কারণেই সম্ভবত ওর ভেতর নিজেকে প্রকাশ করার বিভিন্ন মাধ্যমের দুয়ার উন্মোচিত হয়। ও রিতিমত সেলাই মেশিন চালিয়ে জামাকাপড় বানাতে পারে। বাবার সাথে গাছপালা পরিচর্যা করতে পারে। বড়দের সাইকেলও চালাতে পারে। আর সবচেয়ে যেটা মজার তা হলো সবকিছু পড়ে।

কার্টুন দেখে দেখে সময় কাটালেও গুনগুন করে গান গাওয়া থামে না। সবাই শ্রুতিকে যে ভালবাসা আর স্নেহ দিয়েছেন তারই প্রতিদানে শ্রুতি সবাইকে ভালবাসা,শুভেচ্ছা আর শ্রদ্ধা জানাচ্ছে........ ‍‍‍


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।