আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনে আবার ...

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

দীর্ঘদিন পর আজ আর ব্লগে আসলাম। সত্যি কথা বলতে কি, ইন্টারনেটেই আসলাম দীর্ঘদিন পর। গত দুমাস ধরে আল-তাহাদ্দী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া, সেখানকার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আরবি ভাষার কোর্স, সিরত বাংলাদেশী স্কুলে শিক্ষকতা, প্রাইভেট টিউশানি সব মিলিয়ে এত বেশি রকম ব্যস্ত ছিলাম যে আমার প্রিয় সাইট বিজ্ঞানী ডট কমেও (যেখানে আমি বলতে গেলে একজন নিয়মিত লেখক ছিলাম) কোন লেখা দিতে পারিনি। এখনও যে ব্যস্ততা কমেছে, তা নয়, বরং একটু বেড়েছে। কারণ সিরত স্কুলের প্রথম সাময়িকী পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে - কাজেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। তবে যেহেতু গত সপ্তাহে ভার্সিটির মিড সেমিস্টার এক্সাম শেষ হয়েছে এবং লিবিয়ানে মোবাইল ফোনের বদৌলতে এখন ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করতে পারছি, সেজন্যই শত ব্যস্ততার মধ্যেও আবার একটু পরিচিত সাইটগুলোতে উঁকিঝুঁকি মেরে গেলাম। ও হ্যাঁ, এতদিন পরে আজ আসার আরো একটা কারণও হয়তো আছে, সেটা হল আজ আমার জন্মদিন। কে জানে, এই উপলক্ষে লেখা শুরু করে আবার নিয়মিত হতে পারব কি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।