আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সাংবাদিক মকবুল, আগুন ও ব্যাস্ত মিডিয়া. . .

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

হ্যালো, হ্যালো মকবুল. . . হ্যালো মকবুল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো. . . দুঃখিত দর্শক, আমরা সংযোগটি করতে. . . হ্যালো মকবুল. . . . . আপনি কি. . . ? হ্যাঁ হ্যাঁ। আমি শুনতে পাচ্ছি। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ঐতো আপনার সুরেলা মিষ্টি কণ্ঠ, কি সুন্দর ভেজা! আমার না একটা গানের কথা মনে পড়ছে। মকবুল সাহেব, গান পরে শোনানো যাবে, আপনি কি দয়াকরে বলবেন বসুন্ধরা সিটির এখন কি অবস্থা? দেখেন আপা, আমরাতো জানি পদার্থের তিন অবস্থা, তবে আর একটা অবস্থা আছে, প্লাজমা অবস্থা।

কিন্তু বসুন্ধরা সিটির অবস্থা এই চারটির কোনোটিতেই পরছেনা। বর্তমানে বসুন্ধরা সিটির ভয়াবহ অবস্থা। যাই হোক, আপা খুব খুশী হলেন। বসুন্ধরা সিটির ভয়াবহ অবস্থা। দর্শক মন্ডলি কিছুক্ষনের মধ্যে বসুন্ধরা সিটির ভয়াবহ অবস্থা দেখতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন।

ঐতো দেখা যাচ্ছে, সাংবাদিকরা লাফিয়ে ঝাপিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন। এইমাত্র খবর পেলাম আমাদের সাংবাদিক মাইনকার হাতের একটি আঙ্গুল ভেঙ্গে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীঃ দেখেন ভয় পাওয়ার কিছু নাই। আপনারা শান্ত হোন। ”আগুন কিন্তু ভেতরে ঢুকে নাই, আমদের অনুমতি ছাড়া ভেতরে ঢুকে নাই!!!” ” আর্মি কিন্তু ভেতরে ঢুকে নাই, আমাদের অনুমতি ছাড়া ভেতরে ঢুকে নাই!” (২৭ ফেব্র“য়ারী, ২০০৯- সাহারা খাতুন) রাতে টকশো হচ্ছে--------- স্যার আপনার কি মনে হয়? আমার মনে হয় সব দোষ ঐ Fire Box এর. . . Fire Box ? হ্যাঁ, নতুন একটা ম্যাচ বের হয়েছে না।

দেখতে খুব সুন্দর। দুই টাকা দাম। সাদা রঙের কাঠিতে লাল রং এর বারুদ (এই লোকের ভরসা নামক একটা দিয়াশলাই-এর কোম্পানি আছে) ও ... . . . . আমারো তাই মনে হয়, স্যার। আর একজন বিজ্ঞ বলে উঠবেন, ”আমার কিন্তু তা মনে হয় না! আমার মনে হয় এখানে তৃতীয় পক্ষের কোনো ’পা’ মানে হাত আছে. . .” ১৭ / ১৮ তলায় একজনের মাথা দেখা গিয়েছিলো, ঐ লোকটা জড়িত থাকতে পারে. . . সুধি দর্শক, আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন . . . . . .-------- -- - - - -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.