আমাদের কথা খুঁজে নিন

   

উত্তাল জনসমুদ্রে আত্মাহুতির চেষ্টা

আমিতো মরে যাব চলে যাব রেখে যাব স্মৃতি.................... শাহবাগের গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশের মধ্যেই আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেন এক যুবক। নিজের জামা-কাপড়ে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা চালান তিনি। এ সময় অন্যরা তাঁকে জড়িয়ে ধরে নিবৃত্ত করে। গতকালের মহাসমাবেশে নানাজন নানাভাবে অংশ নেন। কেউ আসেন ডামি রাইফেল হাতে।

কেউ বা ঝাড়ু। কেউ বা আবার উদাম গায়ে লিখে নেন নানা স্লোগান। বিকেল ৫টা ২৬ মিনিটে শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ হৃদয়বিদারক বর্ণনা দেন তাঁর বাবার হারিয়ে যাওয়ার বিষয়ে। তখনই সভামঞ্চের সামনে বসে থাকা এক তরুণ (২২) পানির বোতলে করে আনা কেরোসিন শরীরে ঢেলে আগুন ধরিয়ে আত্মাহুতি দেওয়ার চেষ্টা চালান। এ সময় যুবকটির আশপাশের লোকজন তাঁকে নিবৃত্ত করে।

এ ঘটনায় গণজাগরণ মঞ্চ থেকে স্লোগান ওঠে, 'আত্মহত্যা নয়, লড়াই করে বাঁচতে হবে। লড়াই লড়াই লড়াই চাই। লড়াই করে বাঁচতে হবে। এ লড়াই দাবি আদায়ের। এ লড়াইয়ে জিততে হবে।

সুত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।