আমাদের কথা খুঁজে নিন

   

পিলখানা

হঠাৎ শুন্যতা ...................

পিলখানার সাথে আমার বলা যায় নাড়ীর সম্পর্ক। কাল যখন টিভি তে রিপোর্টিং গুলো দেখছিলাম তখন কেমন জানি মনে হচ্ছিল। সাথে আমার এক বন্ধু ছিল। তারও একই অবস্থা। সৈনিকদের দেখছিলাম আর মনের ভেতর এক আবসন্নতা বোধ হচ্ছিল।

এই দরবার হলে কতনা স্মৃতী আর সেখানে কিনা এত বড় ঘটনা ঘটে গেল...বি ডি আর-এর প্রায় সব গুল রাস্তা ঘাট আমাদের চেনা ছিল। রাস্তা গুলো দেখছিলাম আর একে অপর কে বলছিলাম কোথায় কি আছে। অফিসার পরিবার দের কে কোথায় রাখা হতে পারে। আর্মির কোন জায়গা দিয়ে আক্রমন করতে পারে। গান শিপ আক্রমনে কোন জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে...এই সব।

বি ডি আর এর দোস আছে কি নেই সে তর্কে আমি যাব না। কিন্তু আমরা সিভিলিয়ন্রাও তাদের কখনও প্রাপ্য সম্মান দেই নি। সেনাবাহিনী যদি দেশের শ্রেষ্ঠ সন্তান হয়ে থাকে তবে বি ডি আর কি নয়? পরিবার পরিজন ছেড়ে কিসের তাগিদে তারা সীমান্তে পড়ে আছে? অসান্ত সীমান্তে কেন তারা জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে ৩৬৫ দিন? হয়তো আপনি আমি যাতে রাতে নিজের সন্তানের কপালে চুমু দিয়ে আগামী দিনের সম্ভাবনায় নিশ্চিন্তে ঘুমাতে পারি। ভাবতে পারেন...ঠিক সেই সময় বি ডি আর জোয়ান তার সন্তান থেকে জোজন দূরে সিমান্তে জেগে আছে আপনার-আমার সুরক্ষায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।