আমাদের কথা খুঁজে নিন

   

দুটি উপকারী ফ্রি সফটওয়ার - ১

~ ভাষা হোক উন্মুক্ত ~
উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার ব্যাকআপ টুলঃ এম এস এন বা উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার ব্যাবহার করেন অনেকেই। এই ম্যাসেঞ্জারে যে কোন আনিমেটেড জিফ ইমেজকে ইমোটিকন হিসেবে যোগ করা যায়। অনেকেই বেশ মজা পান এই সব ইমোটিকন ব্যাবহার করে। প্রায়ই পরিচিতদের বলতে শুনি "উইন্ডোজ নতুন করে ইন্সটল করেছি, সব ইমো চলে গেছে"। অনেকেই হয়তো জানেননা যে মাত্র ৪৪ কিলোবাইটের ছোট্ট একটা সফটওয়ার উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারের ব্যাকআপ নিখুত ভাবে রাখতে পারে।

ইমোটিকন, ডিসপ্লে ছবি, ব্যাকগ্রাউন্ড সব কিছু এই সফটওয়ারটি সেইভ করে রাখবে আবার ফিরিয়েও দেবে নতুন করে সেটআপ করা উইন্ডোজের উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জারে। এই সফটওয়ারটি ইন্সটল করার দরকারও পড়েনা। ব্যাকআপ নিতে টুলটি চালু করে কোথায় ব্যাকআপ ফাইল গুলো রাখবেন দেখিয়ে দিন, আপনার উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার আইডিটি দেন, ব্যাকআপ বাটনটি ক্লিক করুন, ব্যাকআপ হয়ে যাবে। রিষ্টোর করতে আগে সেইভ করা জায়গাটা চিনিয়ে দিন, আপনার উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার আইডিটি দেন, রিষ্টোর বাটনটি ক্লিক করুন, রিষ্টোর হয়ে যাবে। উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার একেবারে বন্ধ করে দিয়ে আবার চালু করুন, আপনি ফিরে পাবেন আপনার সব কাষ্টম ইমো।

ডাউনলোড করুনঃ Click This Link ফায়ার ফক্স ব্যাকআপ টুলঃ নতুন করে উইন্ডোজ সেটআপ করলে বা কোন কারনে ফায়ার ফক্স মুছে দিয়ে নতুন করে ইন্সটল দিলে এই সফটওয়ারটি কাজে লাগবে। আপনার বুকমার্ক থেকে শুরু করে খোলা ট্যাব গুলো পর্যন্ত ব্যাকআপ হয়ে যাবে, নতুন করে ইন্সটল দেয়া ফায়ার ফক্সটিতে রিষ্টোর করার পর মনে হবে যেন আগেরটিই ব্যাবহার করছেন। এই সফটওয়ারটি ইন্সটল করা লাগবে। ডাউনলোড করুনঃ http://mozbackup.jasnapaka.com/download.ph [একটা ব্লগ ৪ বার পোষ্ট করলাম, আগের ৩ বার পোষ্ট হওয়ার মিনিট খানেকের মধ্যে কমেন্ট সহ হারায় গেছিলো ব্লগটা সামু কি আমার ক্যাতা করে? ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।