আমাদের কথা খুঁজে নিন

   

দুটি নেট প্রাপ‌্য ইং পদ্যের বাং অনুবাদ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

( অমর একুশের রাতে পোষ্টটির শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল ভাষা শহীদদের) ( সেই সাথে শুভেচ্ছা সকল কে বিশ্ব ভাষা দিবসের) অন্তর্জালে ঘুরতে ঘুরতে দুটো ছোট আকারের ইংরেজী পদ্য দৃষ্টি কাড়ল। আর তাই সেদুটোকে প্রিয় বাংলা ভাষায় অনুবাদ করার বাসনা রোহিত করলাম না। ..... প্রথমটি----- Kissed To live, To die. To breath, to Cry. All because I kissed the world goodbye. I lost the love I use to feel. Now it just one big empty hole. I don't understand how this could all just happen. But the ones I use to love are no more… I give and give and yet I still get nothing in return. So as I was saying... To live, to die To breath, to cry And it’s all because I kissed you goodbye. Jillia চুমু বাঁচতে, মরতে। নিঃশ্বাসে, কাঁদতে। এসবই কারন আমি বিদায় জানিয়েছি বিশ্বকে চুমুতে।

যে ভালবাসা অুনভব করি হারিয়েছি তা এখন তা কেবল এক গভীর গহ্বর শূণ্যতা আমি বুঝিনা কেমন করে ঘটতে পারলো এরকম সবই। কিন্তু সে আর নেই যাকে সবচেয়ে ভালবাসি... কেবল দিয়েই গেছি এবং আজও পাইনি বিপরীতে কিছুই তাই তো বলছিলাম যা... বাঁচতে, মরতে। নিঃশ্বাসে, কাঁদতে। এবং এসবই কারন আমি বিদায় জানিয়েছি তোমাকে চুমুতে। (অনুবাদকঃ মামুন ম. আজিজ) Lost your love I love you so dearly I never want to let you go, but you have to get married I don’t want to lose your love, but I have to let it go I will cry for you till the end of time I guess that’s the way it has to be I can't believe I had to lose your love Stephanie হারিয়েছি তোমার ভালবাসা তোমাকে ভালাবাসি চরম চাইনি কখনই তোমাকে জানাতে বিদায়, কিন্তু তুমি বিয়ে করতে বাধ্য হলে আমি কখনই তোমার ভালবাসা হারাতে চাইনি, কিন্তু হারাতে দিলাম সেই ভালবাসাকে আমার তোমার জন্য কাঁদব সময়ের শেষাবধি মনে হয় কেবল এইটুকুই আছে উপায় মানতে যে পারিনা হারিয়েছি তোমার ভালবাসা।

(অনুবাদকঃ মামুন ম. আজিজ) (http://www.mamunmaziz.com)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।