আমাদের কথা খুঁজে নিন

   

আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস ...(২)

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

আমার ধর্মবিশ্বাস ...আমার বিশ্বাস ...(১)- Click This Link দুর্গা পুজা, স্বরস্বতী পুজায় কখন অঞ্জলী দেয়া মিস হয়নি। অঞ্জলী দেবার আগ পর্যন্ত না খেয়ে থাকতে হয়। জল পর্যন্ত খাওয়া যাবে না। ছোটবেলা থেকেই এটা পালন করি। এখনও পালন করি।

এখনও অঞ্জলী দেবার সময় খুব নিবিষ্ট চিত্তে হয়ত কিছু একটা চাই ঈশ্বরের কাছে। চাইবার সময় হয়ত বিশ্বাস করি যে আমি হয়ত এটা পাব। নিজের কাছে অনেক বার প্রশ্ন করেছি, কেন এটা বিশ্বাস করি? তারমানে আমি ঈশ্বরে বিশ্বাসী? অনেকদিন খুজেছি এই প্রশ্নর জবাব। এখনও পাইনি। শেষ পর্যন্ত যেটা মেনে নিয়েছি সেটা হলো আমি ট্রেডিশনটাকে পরিবর্তন করতে পারছি না।

আমি যখন খুব বিপদে পরি তখন কেন জানি না নিজের অজান্তেই সাহায্য চাই ঈশ্বরের কাছে। খুব আকুল হয়েই সাহায্য প্রার্থনা করি। হয়ত তখন নিজের কিছু করার থাকে না বলেই ট্রেডিশনালি সুপেরিওর বলে মানা হয় এমন একজনের কাছে সাহায্য প্রার্থনা করা হয়। তিনি শুনেন কিনা অথবা শুনলেও কিছু করেন কিনা সেটা নিয়ে আমি কখনও ভাবি না। যখন কিছুই করার থাকে না, তখন কিছু একটা করা দরকার ভেবেই হয়ত কাজগুলো করি।

আমি কোন ধর্মই আসলে অন্তর থেকে বিশ্বাস করতে পারি না। কোন ধর্ম বললাম এই কারনে যে আমরা ছোট থেকেই এক টেবিলে বাংলা কোরান, বাইবেন, গীতা দেখে অভ্যস্ত। আমি হিন্দু ধর্মের বই যত না পড়েছি তার চেয়ে বেশী পড়েছি কোরান, বাইবেল। কিন্তু খুব বেশীদিন পড়িনি, পড়ার আগ্রহ হয়নি, ছোটবেলায় সব ধরনের ধর্মগ্রন্থ আমার কাছে রুপকথার গল্প ছাড়া আর কিছু লাগত না। হয়ত কিছু কিছু ব্যাপার সত্যি।

কিন্তু পরে মডারেট হতে হতে ,রঙ চড়তে চড়তে এগুলো আর সত্যি কাহিনী বলে বিশ্বাস করতে ইচ্ছে হয় না। অন্তত আমি পারি না। উদাহরন দিতে চাইলে ওনেক দিতে পারব, কিনতু আমি কোন উদাহরন দিতে চাচ্ছি না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, মৃত্যর পরের ব্যাপার টা। আমি কখনই মৃত্যর পরে কিছু আছে এইটাতে বিশ্বাসী না।

এই ব্যাপার টা আমি কখনই মানতে পারব না মনে হয় । আমার মতে মৃত্য মানে হচ্ছে পরিপুর্ন ভাবে শেষ। যার পরে আর কোন কিছু থাকা সম্ভব না। স্বর্গ, নরক এগুলো ত অনেক পরের কথা। আমি অনেক জনের সাথে এসব বিষয় নিয়ে আলাপ করতে যেতাম একসময়।

কিন্ত হঠাৎ করেই আবিস্কার করলাম, আমার এই বিশ্বাস টা কেউ ই পছন্দ করছে না, আমাকে এমন ও শুনতে হয়েছে ,“তোর বিশ্বাস নিয়ে তুই থাক, আমার ধর্ম নষ্ট করতে আসিস না । ” তাই বহুদিন এসব আর কাউকে বলিনি, আজ আবার হঠাৎ করেই লিখলাম। যারা এই মৃত্যুর পরের ব্যাপারটায় বিশ্বাস করে তাদের আমি শুধু ২টা প্রশ্ন করতাম। ১। মৃত্যুর পরে কে আবার ফিরে এসে এই স্বর্গ, নরক, বেহেশত এই যায়গাগুলোর বর্ননা দিয়েছিলেন? এইসব স্থানের বর্ননা এত নিখুত ভাবে তৈরী করা হয়েছে যেন কোন সিনেমার সেট।

তাহলে এই বর্ননাগুলো কি কোন জীবিত মানুষের ই বানানো? ২। এই যে সবাই এত ‘আমি, আমি’ করে এই আমি জিনিষটা কি? আমি মরে গেলে এই আমি’র কি হবে? আমার অনুভুতি গুলোই যদি না থাকে তাহলে আমার মৃত্যুর পরে আমার শরীর নিয়ে যা ইচ্ছা করা হোক এই আমি নামক অনুভুতি টার কিছু যায় আসে কি? এই দুটো প্রশ্ন আমি মন্দিরের গুরু, মসজিদের ইমাম সহ অনেকের কাছেই করেছি। কেউ আমার বিশ্বাস ফিরানোর মত কোন উত্তর দিতে পারেননি। বরং মন্দিরের গুরু আমাকে বলেছেন আমি যেন আরেকটু পড়ালেখা করে আসি এই বিষয়ে, আর মসজিদের ইমাম আমার দিকে এমন দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন, সেই দৃষ্টিতে লেখা ছিল, ‘আপনি বিধর্মী, আপনি এসব বুঝবেন না’। কিন্তু উনি সরাসরি আমাকে যেটা বলেছিলেন সেটা হল, ‘এইসব প্রস্নের উত্তর পাবার জন্যে আপনাকে ইসলামের অনুসারী হতে হবে।

’ (চলবে ...)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.