আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় অতি মামুলী/সাধারণ (যিণাঢ়েল) মিনি কৈতক্স.........

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

১. জেল অফিসারঃ জেলখানার ভেতর যারা আছে তারা সবাই ভীষন দুর্দান্ত চরিত্রের মানুষ। তুমি কন্ট্রোল করতে পারবেতো ? চাকরি প্রার্থীঃ পারবনা মানে, বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে বের করে দেব। ২. এক ছাত্র দৌড়াতে দৌড়াতে এসে বাসে উঠলো এবং বাসে সিট খালি থাকার পর দাড়িয়ে রইল। কন্ডাক্টর : কি ভাই, সিটে গিয়া বসেন না... খামাখা খাড়াইয়া রইছেন ক্যান? ছাত্র: (হাপাতে হাপাতে) না রে ভাই, আমার একদম বসার সময় নাই... আমাকে ২০ মিনিটের মধ্যে কলেজে যেতে হবে। ৩. শিক্ষক ক্লাসে বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন।

হঠাৎ তার দৃষ্টি গ্যালো এক অমনোযোগী ছাত্রের দিকে- শিক্ষক : এই ছেলে এই, তোমাকে বলছি, দুটি সর্বনাম পদ এর উদাহরণ দাও তো? ছাত্র : (চমকে উঠে) স্যার, কে? আমি? শিক্ষক : হ্যা, ঠিক হয়েছে। আচ্ছা বসো। ৪. গরু ও মহিষের কথোপকথন: গরু : তোর মাংসের চেয়ে আমার মাংসরে দাম অনেক বেশি, ভাবতে ভালই লাগে মহিষ : জবাইয়রে পর তুইও গরু, আমিও গরু....... বুঝলি শালা গরু কোথাকার। ৫. শিক্ষক ক্লাসে ছাত্রদের ক্রিকেট ম্যাচের উপর রচনা লিখতে দিলেন। টুকু ছাড়া সবাই রচনা লিখতে ব্যস্ত- হয়ে পড়ল।

টুকু লিখল: বৃষ্টির কারনে ম্যাচটি বাতিল করা হয়েছে। ৬. বায়োলজির শিক্ষক ব্যাঙের পেট কেটে ছাত্রদের কোথায় কি আছে দেখাচ্ছেন। : ধর, মানুষের পেট এভাবে কাটলে, তখন কি কি দেখবে? : সবার আগে পুলিশ, তারপর জেলখানা স্যার। ৭. স্কুলের প্রথম দিনে ছেলে বাড়ি ফিরল । বাবা আদর করে কাছে ডেকে বললেন, স্কুলে কি শিখলে বাবা ? ছেলে বলল, কিছুই না।

আবার নাকি কাল যেতে হবে। ৮. শিক্ষক : তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম। তুই তো দিলি সাদা কাগজ। কেন? ছাত্র : স্যার, আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। কিন্তু আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না।

ঈমানে কন দেখি, এই জুক্স গুলা কত ইনোসেন্ট তারপরও হায় বিধি বাম...... Click This Link আইলাাাা..... হায় রাব্বা.......... এইজন্য ঠিক কর্সি এখন থিকা খালি বালো বালো কতা কমু.... নো ১৮+ নো ছাগ-োদন নো ড়্যাজাকার োদন নো জামাতী োদন..... নো নাথিং.... আইজ থিকা খালি পুতু পুতু পুতু পুতু .......... পুচ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।