আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় মানুষের মুখ



( সংবিধিবদ্ধ সতর্কী করণ : ঘটনায় বর্ণিত চরিত্রগুলোর সাথে জীবিত কিংবা মৃত মানুষের সম্পর্ক আছে । একান্ত ইচ্ছাকৃত । ঘটনা বর্ণনে এই কবিয়ালের দায় দায়িত্ব ষোলআনা ) আমাদের শহরে আজ বাংলাদেশ টাইপ বৃষ্টি । হঠাৎ করে কাঁপিয়ে দোলন দিয়ে যায় । তীব্র বাতাসে গাছগুলোর শাখা নেড়ে ওঠে ।

মালতিলতাও । জ্যাকেটের বুক বন্ধ করে গলা পর্যন্ত টেনে দিয়ে হাঁটতে বেশ লাগে । চুল খোলা মানুষের চুল বাতাসের দোলায় চপল হয়ে ওঠে । ভদ্র আঙ্গুল সুযোগ পেয়ে মাথায় হাত বুলিয়ে মাতব্বর সাজে । তাড়াহুড়োর মানুষগুলোন টুপটাপ মেট্রোতে ঢুকে পড়ে ।

এত মানুষ এই পাতালপুরীতে । তারপরও কী যে শান্ত । দুপাশে অনেকগুলো অত্যাধুনিক টেলিভিশন স্ক্রীন । টুকরো টুকরো মানুষের গতিময় স্লাইড । নিপুণ সম্পাদনা-শটগুলোর কোনটাই পূর্ণদৈর্ঘ নয় ।

সম্পর্কের দীর্ঘ সূত্র এই মেট্রো স্টেশনে অচল । পরের ট্রেনটি হুসহাস ঢুকে পরে একটা রঙের নাম নিয়ে,তারই ঘোষনা দিচ্ছে স্ক্রীনের পাশে ছোট্ট করে,ফরাসী ভাষায় । কমলালেবু রঙা ১৭/১৯ বছরের মেয়ের পাশে বসে পড়ে বাংলাদেশের দীর্ঘ চুলের একটা ছেলে । মালয়েশিয়ার মোহাম্মদ হাক মৃদু খাকারি দিয়ে শুরু করলো বৃষ্টি মাখার শেষ সংলাপ,অন্তত আজকের বাড়ি ফিরে যাবার আগটুকু পর্যন্ত: শেইন তোমার আজকের আউটলুক একটু অন্যরকম । আরমান চশমাটা একটু টেনে গম্ভীর হয়ে জানালো: শেইন কাল থেকে শাহীন হয়েছে,দেখছো না মাথায় কেমন গোল টুপি,হাতে সাদা রঙের তসবিহ ।

কমলা নামধারী মেট্রোটি যাচ্ছে তীব্র । ১৭/১৯ বছর বয়সী কমলালেবুটি নামলো তীব্র । মেট্রোর তীব্র শব্দে কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না বলে আরমান কথা বলছিলো তীব্র । শুকচেইন (শেইন) সিং সান্ধু আজ আসফদ্দৌলা শাহীন । ওর তসবিহ গণনাও তীব্র ।

মালয়েশিয়ার মাহতির বন্দনায় মোহাম্মদ হাক আবারো বললো: নামের আগে মোহাম্মদ থাকার কারনে চাকরি না হবার বেদনাটাও তীব্র । প্লামান্দঁ মেট্রোতে দীর্ঘ চুল নেমে পড়ে । ওহ যীশু ফিরে এসো বলে বলে স্টেশনে ফিলিপিনো মেয়েগুলো গান গাইছে,গীর্জার জন্য ভিক্ষার সুরে । তীব্র ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।