আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় দৃশ্যের পদাবলী

আহসান জামান

আকাশে উড়ে মেঘের ফানুস, আমাদের গৃহ ভেজে বৃষ্টির স্বেদজলে; কতিপয় জীবনমুখী গানের আর্তনাদে টেনে তোলে শতাব্দীর পুরানো শহর। কার পদাবলী গেঁথে দেয় এইসব হারানো গানের কলি জানালায় দোলে এলোমেলো হাওয়ার দ্যুতি; তারছিঁড়ে জুড়ে দেয় অদম্য প্রভাতের হাসি। শহরের মন খারাপ হলে কাকচিল উড়ে উড়ে কালোমেঘের পুকুরকাটে আকাশে আর পাশের বাড়ীর উঠোনে দোলে যুবতীহাওয়ার শাড়ী; শূণ্য থেকে খসে পড়ে রোদের মিনতী। জোড়াচোখে পতিত পাখিরপালক জুড়ে রাখে শহরের এইসব দৃশ্যগুলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।