আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় হাদিস

১. মুসলিম ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করোনা, হতে পারে আল্লাহ তাকে দয়া করবেন আর তোমাকে বিপদে ফেলে দিবেন। ( তিরমিযি, হাদিসটি যঈফ) ২. কিয়ামত দিবসে তোমাদের মধ্যে সেই লোক আমার নিকট সবচেয়ে বেশী ঘৃণিত ও আমার থেকে দূরে যারা অতিরিক্ত কথা বলে, গর্ব প্রকাশ করার জন্য বাকপটুকতা দেখায় এবং মানষকে ঠাট্রা করে কথা বলে। ৩. বেচা-কেনার সময় তোমরা বেশী বেশী শপথ করা থেকে সাবধান। কেননা এতে পণ্য বিক্রয় হবে বেশী কিন্তু তার বরকত মিটে যাবে। ৪. যারা ভিন্ন জাতির সাদৃশ্যাবলম্বন করবে তারা সে জাতিরই অন্তর্ভক্ত হবে। যে ব্যক্তি আমাদেরকে বাদ দিয়ে অন্য জাতির সাদৃশ্যাবলম্বন করবে সে আমার উম্মতের অন্তর্ভক্ত নয়। ৫. কাউকে যদি হারানো বস্তু মসজিদে এসে খুঁজতে দেখো বা সে সম্পর্কে ঘোষনা করতে দেখ, তবে বলবে: আল্লাহ করে বস্তুটি তুমি খুজে না পাও। কেননা মসজিদ এ উদ্দেশ্যে বানানো হয়নি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।