আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে অনলাইনে টাকা উপার্জন শুরু করবেন (পর্ব দুই)

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

অনলাইনে ব্লগ লেখা আর ব্লগ থেকে পয়সা কামানোর মধ্যে অনেকগুলো ফারাক আছে। প্রথম ফারাক হলো Keyword Research। আমরা যখন নিজের জন্য ব্লগ লিখি তখন যা ইচ্ছে তাই লিখি – তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন টাকা কামানোর জন্য ব্লগ লিখি কিংবা ওয়েবসাইট বানাই তখন অবশ্যই অবশ্যই এবং অবশ্যই keyword এর দিকে নজর দিতে হয়। এছাড়া ব্লগ লিখা ৯৯% ই বেকার শ্রম।

প্রথমে বলে নেই কি কি বিষয় নিয়ে আলোচনা করব: ১. Keyword কি? ২. কিভাবে Keyword সার্চ করবেন? ৩. কেন keyword সার্চ করবেন? ----------------------------------------------------- ১. Keyword কি? ----------------------------------------------------- হালকাভাবে বলতে গেলে প্রতিটি শব্দই একেকটা Keyword। কিন্তু ওয়েবমাষ্টার কিংবা ব্লগারদের ভাষায় বলতে গেলে বলতে হয়, সাধারন মানুষ যে শব্দগুলো সার্চ ইঞ্জিনে খোঁজ করে, ওগুলোই Keyword। যেমন ধরুন – আপনি ফায়ারফক্স ডাউনলোড করবেন, কিন্তু ফায়ারফক্সের ওয়েবসাইটের ঠিকানা ভুলে গেছেন, তাহলে কি করবেন? গুগলে যাবেন আর সার্চ করবেন Firebox browser download এবং রেজাল্ট পেজের পছন্দসই লিংক ধরে ওয়েবসাইটে যাবেন এবং ডাউনলোড করবেন। এক্ষেত্রে Firebox browser download ই হবে একটি keyword phrase। তাই কোনো ওয়েবসাইট যদি এই keywordগুলোকে টার্গেট করে ওয়েবপেজ বানায় এবং (অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক থাকে, হাজারো ফ্যাক্টর আছে) তবে ওই ওয়েবসাইটে গুগল সার্চে ভাল করার সম্ভাবনা থাকে।

----------------------------------------------------- ২. কিভাবে keyword সার্চ করবেন? ----------------------------------------------------- Keyword সার্চ করার জন্য অনেকগুলো টুল পাওয়া যায়। তবে আপনার নিজের ব্রেনই সবচেয়ে কার্যকরী টুল। প্রথমেই নিজেকে পাঠকের স্থানে রেখে চিন্তা করে দেখুন – তার জায়গার আপনি হলে কি করতেন? কি সার্চ করতেন? ওগুলোই আপনার প্রাথমিক keyword। এভাবে একটা লিষ্ট বানান। এখন ওই শব্দগুলো গুগলে সার্চ করুন এবং দেখুন অন্যরা keyword ব্যবহার করছে।

ওদের keyword জানতে হলে browser এ title দেখুন। তাছাড়া মাউসের ডান বোতাম ক্লিক করে view source ক্লিক করে meta keyword এবং meta description খুজে দেখুন। তাছাড়াও পুরো আর্টিকেলে একবার চোখ বুলান। keywordগুলো নজরে এসে যাবে। এই ক্ষমতাটা প্রতিদিন অভ্যাসে ফলে অর্জন করতে পারেন।

এরপর আপনার লিস্টির সাথে মিলিয়ে দেখুন এবং অপ্রয়োজনীয় keywordগুলো বাদ দিয়ে দিন। এবার গুগলের একটা টুলের কথা বলব। এটার লিংক Click This Link এই টুলটা ফ্রী এবং ভালই কাজে আসে। এবার আপনার বানানো লিস্টের keyword গুলো সার্চ করে দেখুন। আপনার keywordএর সর্ম্পকিত অন্যান্য keyword সম্বন্ধে ধারনা পেয়ে যাবেন।

এছাড়াও জানতে পারবেন কি পরিমান পাঠক ওই keywordগুলো সার্চ করছে। এবার আপনার পছন্দমতো keyword লিস্ট করে আপনার পোষ্টে ব্যবহার করতে পারেন। এছাড়াও keyword সার্চ করার অনেক টুল আছে – যেমন http://www.google.com/trends , http://freekeywords.wordtracker.com/ , http://www.keyworddiscovery.com/search.html , http://50.lycos.com/ ইত্যাদি। কিভাবে keyword করতে হয় সেটা আরোও জানতে পারবেন এই পোষ্টে: Click This Link ----------------------------------------------------- ৩. কেন keyword সার্চ করবেন? ------------------------------------------------------ সার্চ ইঞ্জিন থেকে পাঠক পেতে অবশ্যই আপনাকে keyword সার্চ করতে হবে। সার্চ ইঞ্জিনের কাছে ছবি, গান, এনিমেশনের কোনো মূল্য চাই – তাই যতই পোষ্ট করুন না কেন কোনো লাভ নাই।

তাই পোষ্ট করার আগে keyword এর দিকে নজর দিন এবং পোষ্টে বার বার keyword ব্যবহার করুন। keyword গুলো category, label ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করুন। পোষ্ট লিখবার ক্ষেত্রে keyword গুলো ৬% থেকে ১০% এ সীমাবদ্ধ রাখুন। এছাড়াও Title এ keyword ব্যবহার করুন। যেমন : Bangladesh vs India Match এর বদলে Watch Live Cricket Match | Bangladesh vs India দিয়ে পোষ্ট লিখলে সার্চইঞ্জিনের কাছে সেটা বেশি গ্রহনযোগ্য হবে।

আশা করি পরের পোষ্টে keyword সার্চ করার গুরুত্ব আরোও আলোচনা করব। আজ এ পর্যন্তই। --------------------------------------------------- উপসংহার ------------------------------------------------------- সবাইকে সাহায্য করতে সম্প্রতি একটি ফোরাম খুলেছি, যেখানে টাকা কামানো থেকে শুরু করে ইন্টারনেটের বিভিন্ন বিষয়ে আলোচনা। যেখানে আপনাদেরও আমন্ত্রন জানাচ্ছি। ইতিমধ্যেই বেশ কিছু সদস্য সেখানে যোগ দিয়েছেন এবং প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করছেন।

আপনি এখনও যোগ না দিয়ে থাকলে এখনই যোগ দিন। ফোরামের ঠিকানা – http://www.iseoforum.com


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.