আমাদের কথা খুঁজে নিন

   

তোপের মুখে ল্যাম্ব অফ গডের কনসার্ট

২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ল্যাম্ব অফ গডের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কনসার্টটি এবার বাতিল করেছেন দেশটির ইসলামি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা। কারণ হিসেবে তারা জানিয়েছেন, ল্যাম্ব অফ গডের গানগুলো তাদের ধর্মীয় অনুভূতি এবং সংস্কৃতিবিরুদ্ধ।
এরই মধ্যে বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন ব্যান্ডটির সদস্যরা। তাই শেষমেশ তাদের কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘লাইভস্কেপ’।
৪ সেপ্টেম্বর বুধবার কনসার্টটি বাতিল হওয়ার ঘোষণা দিয়ে আয়োজকদের মুখপাত্র জানান, ব্যান্ডের সদস্যরা বেশ কয়েকবার হত্যার হুমকি পাওয়ার পর এবং কিছু মহলের প্রতিবাদের কারণে কনসার্টটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কঠিন সিদ্ধান্তটি লাইভস্কেপ কর্তৃপক্ষ বেশ চিন্তাভাবনা করে গ্রহণ করেছে। ‘
এদিকে ল্যাম্ব অফ গড প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, “জনগণের প্রতিবাদ এবং জমে ওঠা বিতর্ককে কেন্দ্র করে আমরা কুয়ালালামপুরে আমাদের আসন্ন কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এটা খুবই দুঃখজনক যে আমাদের গান এবং গানের কথা বিশেষ কিছু মহলের নিকট অবমাননামূলক মনে হয়েছে। ”
বিবৃতিতে আর বলা হয়, “আমাদের সংগীতকে অবমাননাকর মনে না করে বরং এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। ”
একটি বিতর্ক কাটিয়ে উঠতে না উঠতেই এবার আরও একটি বিতর্কে জড়িয়ে পড়েছে ল্যাম্ব অফ গড।


এর আগে ২০১০ সালে এক ভক্তের মৃত্যুর জন্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েছিল ব্যান্ডটি। ব্যান্ডটির বিরূদ্ধে অভিযোগ ওঠে, চেক রিপাবলিকে অনুষ্ঠিত এই কনসার্টে স্টেজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে মৃত্যু হয়েছিল ভক্তটির।
এই মামলাটির ফলে ল্যাম্ব অফ গডের গায়ক প্রায় এক মাস কারাগারে কাটিয়েছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.