আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গল বাড়ী

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

স্মৃতিগুলো আজো লেগে আছে জঙ্গল বাড়ীর গাছে কানামাছি আর ছুটাছুটি মিছে মিছি ভোটাভুটি কচুরিপানা কাটাকুটি ইটারগুড়া বাটা বাটি রান্না বান্না শেষ খাওয়া দাওয়া তাড়া তাড়ি মাঝে মধ্যে একটু বাড়া বাড়ি এ নিয়েই ব্যস্ত জঙ্গল বাড়ী । রাগা রাগি আড়া আড়ি বেড়াতে গিয়ে নানার বাড়ি তোকে ছাড়ি দিন কয়েক যখন আসি ফিরে কতো আনন্দ আমায় ঘিরে । বউচি দাড়িয়াবান্ধা দিন গড়িয়ে সন্ধ্যা এখনো খেলার একটু বাঁকি এরই মধ্যে মার ডাকা ডাকি ডাক শুনে পড়ার টেবিলে বসে যেতাম গোপনে সারাদিন করেছি যা সবই বইয়ের পাতায় ভেসে উঠতো ছবি । জলপাই গাছের মগ ডালে বাদুর ঝুলার মতো ঝুলে যারে একটু বেশি ভাল পায় পেরে দিতাম জলপাই এ নিয়ে কানা ঘুষা আর মাতা মাতি কখনো আবার হাতা হাতি সবই ভুলে যেতাম আবার রাতা রাতি । কতো সুন্দর ছিলো সেই দিন! এখনো যখন ফিরি দূরে ঠায় দাড়িয়ে থাকি দেখি জঙ্গল বাড়ী। আগের মতন আর নেই বসতি আর শস্যক্ষেতি মানুষে মানুষে বাসা বাসি জায়গা জমি নিয়ে কাড়া কাড়ি হারিয়ে গেছে আমাদের সেই জঙ্গল বাড়ী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।