আমাদের কথা খুঁজে নিন

   

~শেষের কবিতা~

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
রাতটা গভীর একাকী আমি, অন্তর্জালের কোন এক কোনে চেয়ে রই ভবিষ্যতের পথ চেয়ে। কত স্বপ্ন কত শ্রম, ফেলে আসা সেই দিনগুলোতে প্রতি ক্ষণে প্রতি মূহুর্তে। শত ভয় শত শঙ্কা, ছেঁয়ে আছে এই দৃষ্টিতে বিলীন হব অজানা কোন কৃষ্টিতে? দূরে গেলে কোথাও কখনও হয়ত হারিয়ে ফেলব ফিরতি পথের চিহ্নটুকু। সেদিন খুঁজে নেব কাছের সৈকত সমর্পন করব এই স্বত্তা এই অনুরোধে, যেন ইচ্ছে মত কোন একদিন রেখে যায় তারে এ ঘাটের কাছে। একটাই শুধু আশা সেদিন তুমি হয়ত দেবে একটিবার দেখা। ~বিবর্তনবাদী~ নভেম্বর ৮, ২০০৮ পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনা এখানে করুন
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।