আমাদের কথা খুঁজে নিন

   

নীলা এবং তার (এক চিলতে মেঘ) নীলা- আপনাকে ধন্যবাদ



নীলার এক চিলতে মেঘ পড়ে মনে হয়েছে হাতে আছে যশ মুখে আছে কথা আর মনে আছে অনুভূতি। তাই এর পরবর্তি পাটভূমি হিসাবেই এই (ফিরে আসা) আবারো আসিবে সে পাখি আবারো বাঁধিবে সে রাখি, আশা তার সে রাখিতে হাসিবে রবি সে আকাশে মেঘ হবে শুধুই ছবি। পুড়ে যাওয়া পালকের কথা- ভাবনাটা শুধু অযথা, আলোতে আলোতে ভরা আকাশের বুকে উড়বে সে সুখ মাখা নতুন পালকে। এভাবেই আসে বারে বারে এপাখিরে বসুধা কভো নাহি ছাড়ে পাখি যায় সুখের জ্বলসায় হঠাত সে ডোবে যায় কিযে ভাবনায় পাখিদের মাঝে থেকে পাখি- তবু সে কেন যে একাকি। ভাবে আর দেখে পাখি আকাশে আকাশেতে সাদা মেঘ ভাসে। ঘুরে ঘুরে সাদা মেঘ হয়ে যায় কাল ধীরে ধীরে নিবে যায় আকাশের আলো। বজ্রের আছারে'তে পুড়ে যায় পাখির পালক ধুলি করে বুকে নেয় তারে, পৃথিবী গোলক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।