আমাদের কথা খুঁজে নিন

   

নীলা

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় !

ডেটল গন্ধকে পানরত মলিন শ্বেত দেহের কেবিন ধবধবে বিছানার চাদরে নীলার উদ্বিগ্ন নিঃশ্বাসের স্বর । নিকটের বারান্দায় দীর্ঘশ্বাসে পরিপূর্ণ করি কালো এস্ট্রেটা , জানালার বাইরের অপরিচিত অন্ধকারটা প্রসব করে এক নতুন আকাশ । রাত্রির শেষ প্রহরে ঘুমিয়ে থেকে নীলা মরে গেল । শেষ মুহূর্তগুলো গেছে সংশয়ে , দ্বিধায় আর আশঙ্কায় আর নিরব প্রার্থনায় । অথচ তখনও নীলা শক্ত করে ধরে রেখেছিল আমার অসহায় হাত ।

ভরসা খুজঁছিল শেষ মুহূর্তে । কিন্তু নীলার সবটাই অজানা । একটা সময় প্রবল ঘোরে ছিলাম অতীতে ডুবে , অচেনা স্বরগুলো বিশ্রিভাবে কেঁদে উঠলো , ' নীলা চলে গেছে নিঃশব্দে ' । ' কে বলছে ! নীলা মরে গেছে । ' ঐতো নীলা ঘুমিয়ে আছে ।

পরিচিত ঘ্রাণ মাখানো চুলে নিস্প্রভ হাত বুলিয়ে নীলাকে ডাকলাম । প্রথমবারের মতন সে কোন উত্তর দিল না । নিঃশব্দে পর্দা ভেঙ্গে এল উদ্ভাসিত আলোকিত সকাল ; কিন্তু নীলা নেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।