আমাদের কথা খুঁজে নিন

   

পাঠকদের সম্মানে একটি চুটকি!

আমি কবি নই তোমাদের একজন, আমি কবি নই প্রেমিক তোমাদের...

ক'দিন আগে আমি একটা কবিতা ছেড়েছিলাম। অনেকেই মন্তব্য দিয়েছেন। আমি উত্তরও করেছি.... কিন্তু মজার বেপার হচ্ছে যারা মন্তব্য দিয়েছেন তাদের একজনও আমার কবিতার একটি শব্দ নিয়েও কিছু লিখেননি। লিখা যেত কবিতার শব্দ চয়ন নিয়ে। গাথুনি নিয়ে।

ছন্দ নিয়ে। বিষয় নিয়ে। আরো অনেক কিছু...... কিন্তু একজনও এসবের ধারে কাছে ভেড়েননি। তারা যা লিখেছেন তা দেখে একটা চুটকি মাথার মধ্যে কিলবিল করছে সেই দিন থেকে। সময়ের জন্য দেয়া সম্ভব হচ্ছিল না।

এখন দিলাম...... হাহাহাহাহাহা...... তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারিদিকে থৈথৈ আনন্দ। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো। শান্তি চুক্তি হলো। পানি চুক্তি হলো।

একের পরে এক সম্মন সূচক ডক্টরেট আসতে লাগলো.... সব মিলিয়ে আনন্দের ঝিলিক চারিদিকে। এমনই সময় শেখ হাসিনার ইচ্ছে হলো তিনি স্বর্গ পরিদর্শনে যাবেন। একদিন ঘুমের মধ্যে সেই সুযোগ হয়েও গেল। তিনি স্বপ্ন দেখলেন পূর্ব নির্ধারিত এপয়েনমেন্ট মতো স্বর্গের প্রধান ফটকে গিয়ে হাজির হয়েছেন। সেখানে ফেরেস্তারা ফুলের পাপড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য।

কিন্তু বিপত্তি হলো ফেরেস্তারা তাকে চেনে না। শেখ হাসিনাকে দেখে একজন নেতা গোছের ফেরেস্তা এগিয়ে এলেন- আপিনি কে? শেখ হাসিনা বললেন, আমি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। ফেরেস্তা তার সহ'কর্মীর দিকে তাকালেন। মানে শেখ হাসিনাকে সে চিনতে পারেনি। অপর একজন এগিয়ে এসে বললেন, কোন বাংলাদেশের প্রধানন্ত্রী? শেখ হাসিনা একটু বিরক্ত হয়ে বললেন, আমি বঙ্গবন্ধুর কন্যা।

এবারো ফেরেস্তা চিনতে পারলেন না। অপর একজন বললেন কোন বঙ্গবন্ধু? এবার শেখ হাসিনা ধমক দিয়ে বললেন, তোমরা বঙ্গবন্ধুকে চেননা....? তোমরা তো সব রাজাকার.....! অমনি শুরু হলো ফুলের পাপড়ি বর্ষন। ফেরেস্তাদের নেতা খুব বিনয়ের সাথে বললেন, ম্যাডাম আপনিই আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা - আমাদের আর কোন সন্ধ্যেয় নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.