আমাদের কথা খুঁজে নিন

   

পাঠকদের জন্য একুশের চ্যালেঞ্জ:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

(ছবি প্রথম আলোর সৌজন্যে) আমরা কথা বলি অনেক, কাজ করি কম। একুশ আসলেই ভাবাতুর হয়ে যাই, ভাষাপ্রেমী হই। তারপর সব ভুলে যাই। তুলে রাখি সব ভাবনা আর আয়োজন পরের বছরের জন্য। আজকে আমি ব্ল্লগের সব পাঠকদের একটা ব্যক্তিগত চ্যালেঞ্জ দেব।

দেখি কি ধরণের প্রতিক্রিয়া পাওয়া যায়? উদ্যোগটা যদি সফল হয়, তাহলে অমর একুশের শহীদদের প্রতি আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব সারাবছর ধরে। ধরুন, আমি একজন বিদেশী। অমর একুশের উপর প্রতিবেদন পড়েছি। বায়ান্নোর ভাষা শহীদদের ইতিহাস পড়ে আপ্লুত হয়ে গেছি। খুঁজে খুঁজে একজন বাঙ্গালী পেলাম।

জিগ্যেস করলাম, বাংলা শিখতে চাই? কোথায় গিয়ে শিখতে পারব? আমার আশেপাশে বাংলা শেখার কোন সুযোগ আছে কি-না? অথবা প্রবাসী হিসেবে এই প্রশ্নটা কেউ আপনাকে করলো? এধরণের প্রশ্ন এলে কি উওর দেবেন? না, বিদেশে না। ঢাকাতে বসেই আমি বাংলা শিখতে চাচ্ছি। কোথায় শিখব? যোগাযোগের জন্য কোন ঠিকানা, ফোন নাম্বার, ওয়েবপেজ কি দিতে পারবেন? এধরণের তথ্য নখদর্পনে নিয়ে আসতে চাই। সারা পৃথিবীতে বাঙ্গালীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া আর আমেরিকা মহাদেশের যেখানেই জনপদ রয়েছে, বাংলা ভাষাভাষী লোকজন আছেন তাদের সবার উদ্যোগে বাংলা শেখার একটি পরিপূর্ণ তালিকা তৈরীর চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে।

দেশে বিদেশে অনেক বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার কোর্স অফার করে, তাদের তালিকাও যোগ করতে পারি। আমার ইচ্ছে আগামী একুশের আগেই একটা স্বয়সম্পূর্ণ তালিকা তৈরী করা। যদিও তালিকা তৈরী করা সহজ, কিন্তু তাকে হালনাগাদ রাখা অনেক কস্টকর। তারপরেও চেস্টা করতে সমস্যা কোথায়? মন্তব্য হিসেবে আপনার জানা তথ্যগুলো দিয়ে দিন। এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেস্টা।

আমি আপনাদের দেয়া তথ্যগুলো একএিত করে আলাদা একটি পোস্ট করব এবং তা নিয়মিত আপডেট করার প্রতিশ্রুতি দিচ্ছি। অবশ্যই আপনাদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করব। আর আমার ডাকে কেউ যদি না আসেন, সমস্যা নেই। আমি একলাই এই চেস্টা চালিয়ে যাব। [রং=ৎবফ]"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে..."[/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.