আমাদের কথা খুঁজে নিন

   

হারানো লোকটিকে একবার শুধু বাবা বলে ডাকো!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

নিজের চোখের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ, কি দেখি? দুমড়ে মুচড়ে যাওয়া তামাটে একটি অনুভূতি! সেই তামাটে অনুশোচনায় নিথর তোমার মুখ, তার গভীর অতলে একটা হিংস্র শীতল অন্ধকার আর জীবনের নতুন আলোয় ছুটে যেতে চাওয়ার সরল দ্বন্দ্ব! একা একা আর কতোক্ষণ লড়বে তুমি? কোমল রক্তাক্ত দেহটাকে কতোক্ষণ ক্ষতবিক্ষত করবে তুমি? আমি কোথায়? উত্তর- অনুশোচনাপ্রিয় পলায়নপ্রবণ জীব! তোমাকে একা ফেলে চলে এসেছি লোকালয়ে, সুলৌকিক শূণ্যতায়। দূর থেকে তোমাকে গ্রাস হতে দেখেছি আমি আর চোখ বুজে থেকেছি নিরন্তর। একটুও সরিনি নিজের অপারগ গন্ডি থেকে! তুমি অন্ধকারে অসহায় ডুবে যাচ্ছ আমি ফেরাতে পারছিনা। তুমি অভিমান করে চলে যাচ্ছ, আমি ফেরাতে পারছিনা। রূপা তখনো জেগে উঠেনি, ভাঙ্গেনি ঘুম আধোবলে ডাকেনি বাবা, অথচ তুমি নিস্তেজ হয়ে যাচ্ছ আমি ফেরাতে পারিনি! আমার শৈশবটাকে সাইকেলে করে স্কুল থেকে তুমি বাড়িতে নিয়ে আসতে- তোমার মনে আছে? তারপর হকিস্টিক হাতে আবার ছুটে যেতে বন্ধুদের সাথে , প্রতিরোধে! তোমার পেছন পেছন ছুটে যেত তোমার মা, তোমার বোন, করুণ আর্তিতে।

যারা তোমার ক্ষেপামনটাকে মধ্যবিত্ত মায়ায় মুড়িয়ে রাখতো। তোমার জন্য কেঁদে ভাসাতো বুক, তোমার খুশিতে ভাগাভাগি করতো অশ্রু-আনন্দ! তাদেরকে ছেড়ে একপলকে হারিয়ে গেলে তুমি! বোনের হাতটা কপালে রেখে চলে গেলে তুমি! নবপরিনীতার বুকে আশা জাগিয়ে নিথর হলে তুমি! রূপা তখনো জেগে উঠেনি, ভাঙ্গেনি ঘুম আধোবলে ডাকেনি বাবা, অথচ তুমি নিস্তেজ হয়ে গেলে, আমরা ফেরাতে পারিনি বন্ধু। রূপা, ছোট্ট রূপা, সোনামনি আমাদের কখনো ক্ষমা করোনা। তুমি বুক ফাটিয়ে যেদিন ডেকে উঠবে- বাবা সেদিন থেকে আমরা আরো বেশি দগ্ধ হতে থাকবো, আরো বেশি ম্লান হতে থাকবে আমাদের পলায়নপ্রবণ জীবন! হারানো লোকটাকে তুমি একবার শুধু বাবা বলে ডেকো! বি:দ্র: আমার মেজমামা রহিমউদ্দীন আহমেদ সেন্টু (৪০) গতকাল আমাদের ছেড়ে চলে গেলেন। তার একমাত্র মেয়েটির নাম রূপা, বয়স ১ বছর।

সবার দোয়া চাইছি আমরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.