আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: ব্লগে নামের কপিরাইট ও লেখকের স্বাধীনতা

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

গত দু'দিন যাবত সামহোয়ারের প্রথম পৃষ্ঠার পোস্টগুলোর প্রধান বক্তব্য প্রথম আলো ব্লগে রেজিস্ট্রিকৃত 'অমুক' নিকটি আমার নয়। অনেক জনপ্রিয় ব্লগারই তাদের নিক চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন। যাহোক, এত সব তথাকথিত 'চুরির' ভীড়েও আমার নিকটি অর্থাৎ সামহোয়ারে আমি যেটি ব্যবহার করি তা অবিকৃত রয়ে গেছে। এর অর্থ এই যে আমার নিকটি নকল করতে কেউ তেমন উৎসাহ পাননি। জনপ্রিয় না হওয়ার যে কিছু সুবিধা আছে তা আমি এর মাধ্যমে পেলাম।

তেমনি জনপ্রিয় হওয়ার যে কিছু অসুবিধাও আছে তা হয়ত ঐ সকল জনপ্রিয় নিকের অধিকারীরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কপিরাইট আইন সম্পর্কে আমার কোন ধারণা নেই। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন সিডি অথবা ইলেকট্রনিক সামগ্রীর গায়ে লেখা দেখতে পাই এর কপিরাইট সংরক্ষিত। অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যে এর কিয়ৎ অংশ বা সম্পূর্ণ অংশ নকল বা কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তেমনি কোন নামকরা ব্রান্ডের নাম এই কোম্পানীর বিনা অনুমতিতে ব্যবহার করাও সম্ভবতো কপিরাইট আইনের লংঘন।

সেই বিবেচনায় আমাদের জনপ্রিয় ব্লগাররা হয়তো তাদের নামের কপিরাইট সংরক্ষণ করেন। তবে ব্যক্তির নামেরও যে কপিরাইট আছে তা আমি এই প্রথম শুনলাম। পৃথিবীতে হাজার রকমের নাম আছে। একটা নাম কেউ ব্যবহার করলে অন্য কেউ এই নামের ব্যবহার করতে পারবেনা এমন আইনের কথা এ যাবৎ শুনিনি। সালমান খান হিন্দীর ছবির নায়ক।

এখন কোন নতুন নায়ক ছবিতে পদার্পন করলে তার নামও যদি সালমান হয় তবে তাকে তার নাম পরিবর্তন করে ফিল্মে আসতে হবে এমন কোন কথা নেই। বড় জোর ইন্ড্রাস্ট্রিতে চিনার সুবিধার্থে নামের শেষে জুনিয়র ও সিনিয়র এই বিশেষণ প্রয়োগ করা হতে পারে। তেমনি সামহোয়ারে যারা ব্লগ করেন তাদের নামের মতই হাজার হাজার নাম পৃথিবীতে ছড়িয়ে আছে। এক ব্যক্তি সামহোয়ারে এটা ব্যবহার করছেন বলেই তিনি তার কপিরাইট পেয়ে বসেননি। তার এই নামটি শুধু সামহোয়ারের জন্যই সংরক্ষিত।

একই নামের অন্য কেউ যদি অন্য ব্লগ সাইটে সে নামে রেজিস্ট্রেশন করে তবে স্বাভাবিকভাবেই এই নামটি ব্যবহার করার যৌক্তিক অধিকার তার আছে। ব্যাপারটা অনেকটা 'আগে আসলে আগে পাবেন' ধরণের। তবে সমাহোয়ারের কেউ যদি একই নামেই অন্য ব্লগেও পরিচিত হতে চায় তবে সে তার নামের সাথে ব্রাকেটবন্দী সামহোয়ার ব্যবহার করতে পারেন। এটা অবশ্য সম্পূর্ণই আমার নিজস্ব ভাবনা। অনেকে দেখি আবার পোস্ট দিয়ে প্রথম আলোর বিষেদগার করছেন, এখানে কখনও লেখবেন না এই জাতীয় বক্তব্য দিচ্ছেন।

এটা আসলে এক রকমের চাটুকারিতারই শামিল। সামহোয়ারের জন্য অতিরিক্ত মায়া দেখাতে গিয়ে নিজের অজান্তেই প্রথম শ্রেণীর খয়ের খাঁ তে পরিনত হচ্ছেন। এই জাতীয় ধামাধরারা আসলে সামহোয়ারেরও ভাল চায়না, প্রথম আলোরও ভাল চায়না। পানি ঘোলা করে মাছ শিকার করতে চায় একজন সত্যিকারের ব্লগার কোন বিশেষ ব্লগের জন্য নয়। তিনি তার লেখার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন।

তার যেখানে ভাল লাগবে তিনি সেখানেই লেখবেন। যদি ভাল না লাগে তাহলে তিনি লেখবেন না। এটাই স্বাভাবিক। আপনার যদি নির্দিষ্ট কোন ব্লগসাইটকে ভাল না লাগে তাহলে আপনি না লিখবেন। কিন্তু তাকে হেয় করার, অন্যকে তোষামোদ করার পদ্ধতিটা কতোটা শালীন তাও একটু ভেবে দেখবেন।

ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রথম আলো ব্লগের যাত্রাতে বাংলা ব্লগের একটি নতুন দিগন্ত উম্মোচিত হবে। ব্লগসাইটগুলোর মাঝে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল লেখা এবং সৃজনশীল লেখকের সৃষ্টি হবে। আবাসিক ও চাটুকার ব্লগারদের দৌরাত্ব কমবে। প্রথম আলোর সব কর্মকান্ডের প্রতি আমার সমর্থন আছে তা আমি বলিনা।

তাদের অনেক কর্মকান্ডই বিতর্কের উর্ধ্বে নয়। এতৎসত্ত্বেও প্রথম আলো কোন প্রতিক্রিয়াশীল, স্বাধীনতা বিরোধী জামায়াতীদের প্রতিনিধিত্ব করেনা। এই বিবেচনায় এই ব্লগ সাইটে লেখতে আমার কোন এলার্জি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।