আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসে আবারো সানি নামক শুকরটা, ধ্বিক প্রশাসন

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আজ সকাল থেকেই পাঁয়তারা চলছিল। অবাঞ্ছিত ঘোষণার পর অবশেষে দুপুরের কিছু আগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ঢোকে সানি। নিপীড়ণের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা খবর পেয়ে বিভাগকে ঘেরাও করে রাখে, এবং প্রশাসন যা পারেনি, তারা ক্যম্পাস থেকে সানিকে বের করে দিতে চায়।

এই সময় সানির পক্ষের শিক্ষক এবং প্রশাসনের পালিত আওয়ামী বিনপি পেটোয়া বাহিনী যেয়ে সানিকে মুক্ত করতে যেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলে পড়ে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছে। ঘটনা সহজ তথাকথিত মেইস্ট্রিম রাজনীতি কোন না কোনভাবে প্রশাসনের দালাল এইখানে সবাই এক। প্রশাসন এখন সানিকে বাঁচাতে আর ঘটনাকে ভিন্নভাবে ম্যানিপুলেট করতে তৎপর। তারা নিপীড়ণ বিরোধী২২ জন শিক্ষার্থীর বিরদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যগ নিয়েছে।

তারা নিশ্চিত জানতো যে সানি ক্যম্পাসে এলে এই ঘটনা ঘটতে পারে, তারা এই ঘটনাটা ঘটতে দেয়ার ক্ষেত্র প্রস্তৃত করেছে। এখন সেটা থেকে নিপীড়ক শক্তির শক্তিমত্তা প্রদর্শণ এবং বিরোধী শক্তিকে নির্মূল করবার পুরান রাজনীতিটা করবে। ধ্বিক এই সমাজ, ধ্বিক এই প্রশাসন.....ধ্বিক এই নিপীড়ক প্রতিপালনের ভাগার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.