আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ পরজীবী স্বপ্ন আর জীবন

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বনে বসবাস করলে পরে বন্যই তো রবে, রোদে দাড়িঁয়ে না ঘামলে অসত্য ভীষণ হবে, আমাদের সাথে ঘোরে বলেই স্বপ্ন পরজীবী পরজীবীর ভালবাসায় আশার কাটি দীঘি। পরজীবী স্বপ্ন আমার - আমারেই কুঁড়ে খায়, আশায় কাটা দীঘীর জলে কষ্ট সুখে ধায়। জীবন নামের অচেনা টা সবচেয়ে থাকে কাছে, কখন জীবন এড়িয়ে আমায় স্বপ্নের সহবাসে পরজীবীর সংসার গড়ে আমায় করে দূর গানের শ্রোতা হলেই কি আর গলায় ধরে সুর! বনে বাস করলেই পরে বন্য কি আর হয় সভ্যতার এ সংসারে আজ অসভ্যতাই ভয়; স্বপ্ন দেখতে দেখতে ভাবি - সম্মুখ সুমধুর, আশেপাশের পথ বুঝেছি কষ্ট আর বন্ধুর। মিথ্যে সবই , কেউ নয় মোর , সবই পরজীবী বৃথাই আমার স্বপ্ন দেখা , বৃথাই আমি কবি। জীবন নিয়ে এতই চিন্তা , জীবন কি তা বোঝে? জীবন বুকে ছুরি মেরে একাই স্বপ্ন খোঁজে।

জীবন মাঝে থাকলে কি আর জীবন নিজের হয়: বৃষ্টির মাঝে দাঁড়ালেও পরে বৃষ্টি যে পর হয়। আমার রবে আমার খাবে কুঁড়ে এবং ঘিরে- দীঘীর মাঝে ডোবাতে আমায় কষ্ট ডাকবে তীরে। অস্তিত্বের গভীরে মোর পরজীবীর বাস, জীবন বলো স্বপ্ন বলো সব শত্র“র দাস। বৃথাই এত ভাবনা আমার বৃথাই শত আশা মায়ার ধান্ধে বাস করি তাই মায়াই সত্য খাসা। পরজীবীর আধার আমি, স্মৃতিও যে তাই পরজীবী স্বপ্ন মাঝেই জীবন খোঁজে ঠাঁই।

২০/১০/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।