আমাদের কথা খুঁজে নিন

   

আমার সন্তান আফ্রাদ এর জন্ম এবং আমার উপলব্ধি

সহজ কথা বলতে ভালোবাসি , সহজ পথে চলতে ভালোবাসি

সামহো্য়ারইন এর সকল পাঠকবৃন্দকে আমার সালাম, আমার সন্তান আফ্রাদ এর জন্ম হলো ১২ অক্টোবর সকাল ৯। ৫৫ মিনিটে । ডাক্তার যখন ওকে আমার হাতে তুলে দিলেন, তখন দু'টি কথা আমার খুব মনে পড়লো : ক। ওর দাদাভাই যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তিনি কতই না খুশী হতেন। খ।

মা'র পেটে ছিলো, ভালই তো ছিলো, কি যে এক বিপদসংকুল পৃথিবী তে সে এসে পড়লো । কত যে যুদ্ধের জন্য তাকে প্রস্তুত হতে হবে.............. বিকেলে আমার বাবার কবর জি্য়ারত করতে গ্যালাম একাই। বাবাকে আফ্রাদের কথা বলতে গিয়ে আমার গলার কাছে কেমন যেন একটা ব্যাথা দলা পাকিয়ে উঠলো। না পাঠক, আমি কাঁদিনি.... জিয়ারত শেষে চলে আসবার আগে দেখলাম, নতুন দু'টি কবর খোড়া হয়েছে, কিছুক্ষন এর মধ্যেই মরদেহ এসে পৌছাবে। আমার মনে পড়ে গ্যালো............ "এসেছে নতুন অতিথি, তাকে ছেড়ে দিতে হবে স্থান....." বাস্তবে ফিরে আসলাম আবার ।

আফ্রাদ একটি আরবী শব্দ যার শব্দার্থ "অনন্য"। সামহো্য়ারইন এর সকল পাঠকবৃন্দের নিকট আমার একটাই মিনতি, আমার পুত্রের জন্য আপনারা একটু দোয়া করবেন। দোয়া করবেন যেন আফ্রাদ যেন একজন ভালো মানুষ হয়। জেনে খুশী হবেন যে মা ও সন্তান উভয়েই মাশাল্লাহ সুস্হ্য আছে। পরিশেষে আমার পিচ্চির একটা ছবি দিলাম............


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.