আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটির আজ জন্মদিন

সাগর সরওয়ার

সেদিন আকাশ ভেঙ্গে বৃষ্টি হচ্ছিলো। খুব বৃষ্টি। বর্ষার পানি এসে উঠেছিল বাড়িতে। এক ঘর থেকে অন্য ঘরে যাবার জন্য বানাতে হয়েছিল সাকো। তখন ভোর।

এই ভোর বেলা একটি শিশু জন্ম নিলো। আর সঙ্গে সঙ্গেই চিত্‌কার। প্রচন্ড চিত্‌কার। পৃথিবীকে হয়তো জানিয়ে দিল তার আগমন বার্তা। ছেলেটির বাবার বাড়ি পাবনায়।

আর মায়ের বাড়ি রাজবাড়ির গোয়ালন্দে। নানা বাড়িতেই জন্ম হলো ছেলেটির। সে দিনটি ছিল ২ অক্টোবর। ........... পাবনার ছোট নওগায় বেশ কিছুদিন থাকার পর একদিন তারা চলে এলো ঢাকায়। মাস ছয়েক থাকলো মগবাজারে।

তারপর পুরানো ঢাকার নবাবপুরে। সেখানেই বেড়ে ওঠা। ............ ছেলেটি পাহাড় ভালোবাসে। ভালোবাসে নদী আর কুলকুল করে বয়ে যাওয়া পাহাড়ী ছড়াকে। নীল রঙের আকাশ কিংবা প্রচন্ড বৃষ্টি - তাও আছে ভালো লাগার তালিকায়।

............. আজ তার জন্মদিন। .............. ছেলেটির নাম সাগর সরওয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।