আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ প্রবাসী দেশপ্রেমী, ধন্যবাদ একুশে ।

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।

গত কয়েকদিন আগে একুশে টিভির নিউজ প্রোগ্রামে প্রচারিত হয়েছিল কুড়িগ্রামের চরের অধিবাসীদের জীবন যাপন। এক বৃদ্ধ বাজারে এসেছে চাল কিনতে, কিনা হলো না। ছাতার ডগায় জীর্ণ ব্যাগটি খালি। এভাবেই ফিরবে বাড়ী, যেখানে অপেক্ষা করছে আরও কয়টি ক্ষুর্ধাত পেট দু মুঠো ভাতের আসায়, তারা অন্য কেউনা তারই সন্তান।

" বাজারে চালের দর ৩২ টাকা আর আমার কাছে মোটে ২৮ টাকা কি করব, কিভাবে কিনব" এই বলে বৃদ্ধ বিষন্ন মনে বাড়ীর দিকে রওনা করলেন। মনটা এত বেশী খারাপ হয়ে গিয়েছিল যে চোখ ছলছল করে উঠছিল মনে হচ্ছিল আমি বোধ হয় আর ভাত খেতে পারব না ভাতের প্রতি একটা অনীহা জন্মে গিয়েছিল । এই মানুষ গুলো আমাদেরই প্রতিবেশী এদেশেরই নাগরিক আমার সাথে তারও সমান অধিকার । কিন্তু প্রাপ্তিতে পার্থক্য এত বেশী কেন? আমাদের সমাজপিতাদের কথা বলে লাভ নাই, তাদের ঘুম ভাঙ্গবে কবে সে আশায় বুক বাধতে চাই না। নিজেকে খুবই অসহায় লাগে, কারো জন্যই কিছু করতে পারলাম না শুধুই আফসোস।

গতকাল ইটিভি দেখে প্রাণে বাতাস পেলাম। এত আনন্দ পেয়েছি ... গতকাল আবারও একুশের একই আয়োজনে প্রচারীত হলো রিপোর্টটি পুরো ভিন্ন মাত্রায় । প্রবাসী বাংলাদেশীরা ঐ চর বাসিন্দাদের জন্য অর্থসাহায্য পাঠিয়েছেন যাতে ঐ চরবাসিন্দারা একটু স্বাচ্ছন্দে একটু অন্যরকম ঈদ করতে পারে। প্রবাসীরা শুধু মিডিয়াতে দুরথেকে দেখে এসব ভাগ্যহত মানুষদের যতটা অনুভব করতে পারে, আমরা এত কাছে এত পাশাপাশি থেকে তার কণা টুকুও কি পারছি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.