আমাদের কথা খুঁজে নিন

   

উদ্বোধন হলো যমুনা ফিউচার পার্কের একটি অংশ, যাকে উদ্যোক্তারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল বলছেন।



শুক্রবার সকালে ফিউচার পার্কের ষষ্ঠতলা এবং পার্ক এলাকার বিভিন্ন রাইডের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করিব নানক, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাবেক সেনা প্রধান নুরুদ্দিন আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, নায়ক রাজ্জাক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ১টার দিকে পার্ক এলাকা সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হয়। এরপর সেখানে বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। যমুনা ফিউচার পার্কের তথ্য ওয়েবসাইটে অনুসারে ষষ্ঠ তলায় স্পোর্টস অ্যান্ড হেলথ কেয়ার, এন্টারটেইনমেন্ট, ফুড কোর্ট, চিলড্রেন প্লে জোন- এই চারটি বিভাগ রয়েছে। সিনেপ্লেক্সে রয়েছে সাতটি সিনেমা হল। প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গ মিটারের এই প্রকল্পে ভবিষ্যতে পাঁচ তারকা হোটেল, একটি এক্সক্লুসিভ হাসপাতাল, একটি অফিস ভবন হবে বলে যমুনার ওয়েবসাইটে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।