আমাদের কথা খুঁজে নিন

   

সিলভিয়া প্লাথের একটি কবিতা : সকালের গান



স্নেহ তোমাকে মোটা সোনায় মোড়ানো ঘড়িতে পরিণত করেছে তোমার ছোট্ট পায়ে পরিচারিকার ছোট্ট চাপড় আর তোমার আদুরে কান্না জায়গা করে নিল সবকিছুর ভেতর। আমাদের স্বর প্রতিধ্বনিত হচ্ছে তোমার আগমনকে বিবর্ধিত করছে। নতুন মূর্তি আকর্ষক যাদুঘরে, তোমার আদুল গা আমাদের স্বস্তিকে ছায়া দেয় আস্বস্ত করে আমরা গোল হয়ে নিরেট দেয়ালের মতো দাঁড়াই। আমি তোমার মায়ের চেয়ে বেশী কিছু নই মেঘের গায়ে রৌদ্রচ্ছ্বটা প্রতিফলিত হয়ে ধীরে মিলায় বাতাসের হাতে, সারারাত তোমার শ্বাস-প্রশ্বাস গোলাপের পাতায় পোকার মতো কাঁপছে, আমি জেগে উঠি শোনার জন্য.. দূর সমুদ্র ভেসে আসে কানে। একটি কান্না এবং আমি প্রায় পড়ে যাচ্ছিলাম বিছানা থেকে, আমার ফুলেল নাইটগাউনটি দুগ্ধসিক্ত, বেড়ালের মতো তোমার মুখ খুলে গেল, বর্গাকার জানালাটি মিটমিটে তারাগুলোকে গ্রাস করছে, সরিয়ে দিচ্ছে এবং এখন তুমি চেষ্টা করছ মুঠোভরতি নোটস দিতে, পরিষ্কার স্বরবর্ণগুলি জেগে উঠছে বেলুনের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।