আমাদের কথা খুঁজে নিন

   

আসুন প্রেম-ভালবাসা নিয়ে সবাই মিলে একটি ভাবসম্প্রসারণ লিখি....

munirshamim@gmail.com

বিষয়: এ যুগে প্রেম করার চেয়ে একটা মুরগী পোষা অনেক ভাল শানে নযুল: সম্রাট শাহজাহান স্থাপিত তাজমহল সারা বিশ্বে প্রেমের সৌধ হিসেবে বিখ্যাত। যদিও শাহজাহান তার স্ত্রীকে কতখানি ভালবাসতেন, অথাব বাসতেন কিনা এ নিয়ে বিতর্কের অবকাশ আছে। এ সৌধ কি ভালবাসার নাকি সামন্ততান্ত্রিক বাদশাহী প্রকাশের উৎকৃষ্ট উদাহরণ সেটি নিয়ে বিস্তর কথাবার্তা-আলোচনা-সমালোচনা রয়েছে। এত সব বিতর্কের পরেও এ তাজমহল ভালবাসার সৌধ হিসেবেই সারা বিশ্বের প্রেম-কাতুরে মানুষের কাছে চিহ্নিত হয়ে থাকবে। আর সে তাজমহলের গায়ে যদি হঠাৎ দেখতে পান যে লেখা রয়েছে ' এ যুগে প্রেম করার চেয়ে একটা মুরগী পোষা অনেক ভাল' তাহলে আপনার কী মনে হবে।

ব্যাপারটা খোলাসা করেই বলা যাক। গককাল কচুক্ষেত বাজারের কাছে ভীষণ জ্যাম লেগেছিল। রিক্সায় বসে আছি। এমন সময় হঠা চোখ পড়ে সামনের রিক্সটার পেছনের পেইন্টিই এর ওপর। আর তাতে লেখা আছে : এ যুগে প্রেম করার চেয়ে একটা মুরগী পোষা অনেক ভাল।

কথাগুলি আমার কাছে খুব বোধগম্য মনে হয়নি। তাই ভাবলাম ব্লগের বন্ধদের সাথে শেয়ার করি। এখানে প্রেম-ভালবাসায় অভিজ্ঞ ব্লগাররা কীভাবে এর ব্যাখ্যা করেন তা শোনার অধিক আগ্রহে পোস্টটি ছাড়লাম। আসুন সবাই মিলে আজ এ ভাব সম্প্রসারণটি লিখি এবং দেখি এর মানে কী দাঁড়ায়: ভাব সম্প্রসারণের বিষয়: এ যুগে প্রেম করার চেয়ে একটা মুরগী পোষা অনেক ভাল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।