আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম ও ভালবাসা

শরতের মেঘ ভালবাসা নরম রোদের মতো, আলতো স্পর্শ দিয়ে যাওয়া, তারপর দূরে থেকে হাসি দেখা, প্রেম যেন জীবনের সাথে জীবনের মিলিয়ে চলা, প্রতি পদে, কখনো কঠোরতা আর কখনো শুকনো রোদে কঠিন ঘামে পিচ্ছিল শরীর কিংবা আবার কখনো ধানের শীষে রোদের ঝিকমিক আনন্দ। ভালবাসা প্রেমে থেকে থেকে হারিয়ে যায় আবার পুরোটা জোড়ে থাকে। ভালবাসা কাছে টানে প্রেমে আলিঙ্গন করে কিংবা দূরে সরিয়ে দেয়, হারিয়ে যায় অস্থিত্ব কিন্তু মনের মাঝে সর্বক্ষণ ধিবধিব ধাবমান নদীর মতো বয়ে যায়। হয়তো ভাবতেই থাকে সারাক্ষণ, কিন্তু স্পর্শ চায় না। প্রেম চায় স্পর্শ, মিলনের প্রত্যাশিত চুম্বন প্রেমকে গভীর করে আরো সমুদ্রের ঝাপটা এনে দেয়, ফেনিল ঢেউয়ে ভেসে যায় মানবীয় নিছক মুখোস।

তাই ভালবাসাটাই আমার প্রিয়। তোমাকে ভালবাসতেই চাই, গভীর করে, দূর অন্ধকার নক্ষত্রের ধারে বসে, কিংবা সকালের রোদের ঝলকের মতো একবার দেখা দিয়ে। হঠাৎ করে মাথায় প্রশ্নের উদয় হলো, প্রেম এবং ভাবাসার মধ্যে পার্থক্য কোথায়। লিখে ফেললাম নিজের মতো করে। আমি মূলত আমার নিজের ব্লগে লিখি, সামুতে সবসময় লেখা হয় না।

ইচ্ছে হলে আমার ব্লগ থেকে ঘুড়ে আসতে পারেন.. http://rokon12.wordpress.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.