আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচে’ বয়স্ক মানুষ এখন বাংলাদেশে

অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে..কিন্তু পারি নি....পারবো কিনা জানি না---এভাবেই হয়তো চলবে...

হ্যাঁ নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না। প্রথমে আমিও অবাক হয়েছিলাম দৈনিক যায়যায়দিনের শিরোনামটা দেখে। পরে বিস্তারিত পড়ার পর বিশ্বাস হলো। তো শুনুন এই বয়স্ক মানুষের গল্প। নাম তার আলহাজ্ব খাদেম শিকদার।

বয়স এখন ১৪৮ এর কৌটায়। নিজেকে পৃথিবীর সবচে’ বয়স্ক মানুষ হিসেবে দাবি করছেন তিনি। দাবী করারই যৌক্তিকতা আছে বটে। পৃথিবীর সবচে’ বয়স্ক মানুষ ছিলেন ভারতের হাবিব মিয়া, গত ১৯আগষ্ট তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ১৩৮ বছর।

সারা বিশ্বের মানুষ জানতেন হাবিব মিয়াই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। কিন্তু মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আলহাজ্ব খাদেম হোসেন শিকদারের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ দেয়া হয়েছে ৭/২/১৮৬০। এ হিসেবে খাদেম হোসেন শিকদারের বকর্তমান বয়স ১৪৮বছর। তার ষষ্ট ছেলে মস্তফা শিকদার বলেন, আমার বাবাব বয়সী মানুষ এখন আর পৃথিবীতে নেই। সুদীর্ঘ জীবনে বাবা দুটি বিয়ে করেন।

আমরা মোট সাত ভাই- চার বোন। বর্তমানে বাবার নাতি -নাতনির সংখ্যা হচ্ছে ৪৫। নাতি নাতনির ঘরে পুতির সংখ্যা ৩৫ জন। বাবা এখনো খালি চোখে কোরআন শরীফ পড়তে পারেন। একাই হেটে বাজারে যেতে পারেন।

তবে কানে একটু কম শোনেন। ভারতের হাবিব মিয়া যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন এটি ভুল ধারণা। পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানূষ হিসেবে আমার বাবার নাম ইতিহাসের পাতায় উঠা উচিত। আর সেটা হবে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.