আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্যাকরণ বিষয়ক খটকাসমূহ

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

আমার কাছে কোন বাংলা ব্যাকরণ বই নেই। নেটে যথাযথ উৎস সম্পর্কেও অবগত নই। তাই কিছু খটকা মিটিয়ে নিতে আপনাদের সাহায্য চাচ্ছি।

বিষয়টা হল চলিত ভাষায় ক্রিয়াপদের ব্যবহার সম্পর্কিত। উঠে/ওঠে, শুনে/শোনে এজাতীয় যুগলগুলির সঠিক ব্যবহার নিয়ে একটু দ্বিধা হচ্ছে। আমার যেটা ধারণা, উঠে ব্যবহৃত হবে 'উঠিয়া' অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার স্থলে। যেমন, সকালে উঠেই চিকনাকে অফিস দৌড়াতে হয়। রোজ সকালে রাতমজুর ঘুমাতে যায় আর সূর্য ওঠে।

এখানে 'উঠে' সঠিক হবেনা কারণ সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ, সঠিক হবে 'রন্টি ঘটকের কথা শুনে তো আমি পুরা থ' এ বাক্যটি। এ পর্যন্ত ঠিক আছে কি? আচ্ছা এখন কথা হল, ক্রিয়াবিশেষ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যপারটা কেমন হবে? ক্রিয়াবিশেষ্য মাত্রেই কি খোঁজা, শোনা, ওঠা হবে? আমার ধারণা তাই হবে। যেমন, 'রাশেদের বালিকা খোঁজা আমার কাজ নয়'। কিংবা 'রাজাকারদের আস্ফালন আর পাগলের প্রলাপ শোনা একই কথা'।

কতটুকুন শুদ্ধ বললাম। জানালে অবাধ্য হবনা। আচ্ছা এই যে হব, এটা কি হবো হবে? অর্থাৎ বলব, নাকি বলবো? করব নাকি করবো? আধুনিক বানানরীতি কী বলে? এখানে অনেকেই ভাষার বিষয়ে ব্যাপক শুদ্ধচর্চা করেন। সাহায্যপ্রার্থী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।